পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Toto Driver's Humanity: সততার নজির! টোটোয় ফেলে আসা সোনার গয়না ভর্তি ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলেন চালক

বীরভূমের নলাটেশ্বরী সতীপীঠে পুজো দিতে এসেছিলেন মুর্শিদাবাদের রুমী চন্দ্র ৷ পুজো দিতে এসে হারিয়ে ফেলেছিলেন টাকা ও সোনার গয়না থাকা ব্যাগ ৷ সেই ব্যাগ ফিরে পেলেন টোটো চালকের সততার জেরে ৷

Etv Bharat
সততার নজির গড়লেন বীরভূমের টোটো চালক

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 11:06 PM IST

নলহাটি, 26 অগস্ট: সততার নজির গড়লেন বীরভূমের টোটোচালক মোশারফ শেখ ৷ টাকা ও সোনার গয়না থাকা ব্যাগ ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন মোশারফ ৷ হারানো ব্যাগ পেয়ে খুশি মুর্শিদাবাদ থেকে বীরভূমের নলহাটিতে নলাটেশ্বরী সতীপীঠে পুজো দিতে আসা রুমী চন্দ্রও ৷ তিনি বলেন, "টোটো চালক খুবই ভালো ৷ সোনার গহনা ও টাকা ভর্তি ব্যাগ আমাকে ফিরিয়ে দিয়েছে। ঈশ্বরের কাছে টোটো চালকের মঙ্গল কামনা করি। এমন মানুষ আজকাল দেখা যায় না।"

টোটো চালক মোশারফ শেখ বলেন, "আমার বাড়ি বীরভূমের মুরারই থানার ভাদিশ্বর গ্রামে। রুমী দেবী ও ওনার মেয়ে নলাটেশ্বরী সতীপীঠে পুজো দেওয়ার জন্য আমার টোটো ভাড়া করেছিলেন ৷ তাঁরা নেমে যাওয়ার পর দেখতে পাই টোটোর পিছনের সিটে একটা চামড়ার ব্যাগ পড়ে রয়েছে। এরপর ওই মহিলাকে খোঁজাখুঁজি শুরু করি। তাদের খোঁজ না-পেয়ে ব্যাগটি নলহাটি থানায় জমা দিয়ে আসি। পরে নলহাটি বাস স্ট্যান্ড এলাকায় ওই মহিলাকে দেখতে পাই। এরপর তাঁকে সঙ্গে নিয়ে নলহাটি থানায় যাই । তাঁর হাতে হারিয়ে যাওয়া ব্যাগটা তুলে দেয় নলহাটি থানার পুলিশ।"

থানা সূত্রে জানা যায়, একটি ব্যাগ, মোশারফ শেখ নামের এক জন টোটো চালক থানা দিয়ে যান। পরে যাঁদের ব্যাগ তাঁদেরকে সঙ্গে নিয়ে এসে ব্যাগটি নিয়ে যান। ব্যাগে সব জিনিস ঠিকঠাক আছে বলে জানান ব্যাগের মালিক রুমি চন্দ্র। ব্যাগে কিছু স্বর্ণালঙ্কার ও টাকা টাকা ছিল বলে জানান তিনি।

আরও পড়ুন: অল্টিমিটার দলে ছেলে, চন্দ্রযানের ‘অনন্য’ সাফল্যে উচ্ছ্বসিত পরিবার

জানা গিয়েছে, মুর্শিদাবাদের কান্দি থেকে মা রুমি চন্দ্র, মেয়েকে সঙ্গে নিয়ে পুজো দিতে এসেছিলেন বীরভূমের নলাটেশ্বরী সতীপীঠে। নলহাটি বাস স্ট্যান্ড থেকে তিনি একটি টোটোতে চেপে মন্দিরে সামনে নামেন। তিনি টোটো থেকে নামলেও সঙ্গে থাকা ব্যাগ নিতে ভুলে যান। টোটো ভাড়া নিয়ে সেখান থেকে চলে যায়। কয়েক মুহূর্তের মধ্যে মনে পড়ে টাকার ব্যাগের কথা ৷ শুধু টাকা নয়, ব্যাগে ছিল কয়েক ভরি সোনার অলংকার। এরপর তিনি আরেকটি টোটো ভাড়া করে খুঁজতে থাকেন টোটো চালককে। বেশ কিছুক্ষণ পর তিনি টোটো চালক মোশারফ শেখকে দেখতে পান ৷ তাঁকে সঙ্গে নিয়েই নলহাটি থানা থেকে ব্যাগ উদ্ধার করেছেন রুমি চন্দ্র ৷

ABOUT THE AUTHOR

...view details