নলহাটি, 26 অগস্ট: সততার নজির গড়লেন বীরভূমের টোটোচালক মোশারফ শেখ ৷ টাকা ও সোনার গয়না থাকা ব্যাগ ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন মোশারফ ৷ হারানো ব্যাগ পেয়ে খুশি মুর্শিদাবাদ থেকে বীরভূমের নলহাটিতে নলাটেশ্বরী সতীপীঠে পুজো দিতে আসা রুমী চন্দ্রও ৷ তিনি বলেন, "টোটো চালক খুবই ভালো ৷ সোনার গহনা ও টাকা ভর্তি ব্যাগ আমাকে ফিরিয়ে দিয়েছে। ঈশ্বরের কাছে টোটো চালকের মঙ্গল কামনা করি। এমন মানুষ আজকাল দেখা যায় না।"
টোটো চালক মোশারফ শেখ বলেন, "আমার বাড়ি বীরভূমের মুরারই থানার ভাদিশ্বর গ্রামে। রুমী দেবী ও ওনার মেয়ে নলাটেশ্বরী সতীপীঠে পুজো দেওয়ার জন্য আমার টোটো ভাড়া করেছিলেন ৷ তাঁরা নেমে যাওয়ার পর দেখতে পাই টোটোর পিছনের সিটে একটা চামড়ার ব্যাগ পড়ে রয়েছে। এরপর ওই মহিলাকে খোঁজাখুঁজি শুরু করি। তাদের খোঁজ না-পেয়ে ব্যাগটি নলহাটি থানায় জমা দিয়ে আসি। পরে নলহাটি বাস স্ট্যান্ড এলাকায় ওই মহিলাকে দেখতে পাই। এরপর তাঁকে সঙ্গে নিয়ে নলহাটি থানায় যাই । তাঁর হাতে হারিয়ে যাওয়া ব্যাগটা তুলে দেয় নলহাটি থানার পুলিশ।"