পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বভারতীতে বিকৃত করে গাওয়া হল রবীন্দ্রসংগীত,  নিন্দার ঝড় - ফেসবুক

বিশ্বভারতীর পড়ুয়ারা রবীন্দ্রসংগীত "চাঁদ উঠেছিল গগনে" বিকৃত করে গাইলেন ৷ গানের ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ যা নিয়ে নিন্দা শুরু হয়েছে ৷

on-facebook
বিকৃত করে রবীন্দ্রসংগীত

By

Published : Dec 2, 2019, 2:15 PM IST

Updated : Dec 2, 2019, 3:38 PM IST

শান্তিনিকেতন, 2 ডিসেম্বর : কলাভবনের নন্দনমেলায় বিকৃত করে রবীন্দ্রসংগীত গাওয়ায় সোশাল নেটওয়ার্ক সাইটে নিন্দার ঝড়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা "চাঁদ উঠেছিল গগনে'' গানটি মেলা চত্বরে বিবৃত করে গাইতে দেখা যায় পড়ুয়াদের। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য তথা প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর জন্মদিন 3 ডিসেম্বর ৷ তাঁর জন্মদিনকে স্মরণ করতে প্রতি বছরের মতো পয়লা ডিসেম্বর থেকে কলাভবনে শুরু হয় নন্দনমেলা । এই মেলায় পড়ুয়ারা নিজের হাতের তৈরি শিল্প সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেন ।

মেলার প্রথম দিনে ঐতিহ্যবাহী কলাভবন চত্বরে বেসুরে রবীন্দ্রসংগীতকে বিকৃত করে গাইতে দেখা যায় বিশ্বভারতীর পড়ুয়াদের কয়েকজনকে । রবীন্দ্রনাথ ঠাকুরের "চাঁদ উঠেছিল গগনে" গানটির বিকৃত রূপের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ যা নিয়ে ফেসবুকে রীতিমতো নিন্দার ঝড় ওঠে ৷ বিশ্বভারতীর ঐতিহ্য রক্ষায় ব্যর্থ পড়ুয়া সহ কর্তৃপক্ষ, বলেও নিন্দা করছেন রবীন্দ্র অনুরাগীরা ৷

বিশ্বভারতীতে বিকৃত রবীন্দ্রসংগীত

এপ্রসঙ্গে অধ্যাপক নিখিলেশ চৌধুরি বলেন, "রবীন্দ্রসংগীত বিকৃত করা মানে তার অবমাননা করা। বিশ্বভারতীর পড়ুয়াদের কাছে এটা কাম্য নয়।"

Last Updated : Dec 2, 2019, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details