পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধিদল নানুরে

ভোট পরবর্তী হিংসার ঘটনার খবরে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৷ এদিন বীরভূমের বোলপুরে কেন্দ্রের প্রতিনিধিদল আসে ৷

বীরভূমের বোলপুরে কেন্দ্রের প্রতিনিধি দল
বীরভূমের বোলপুরে কেন্দ্রের প্রতিনিধি দল

By

Published : May 8, 2021, 2:18 PM IST

বীরভূম, ৮ মে : বীরভূম জেলায় নির্বাচনী ফল-পরবর্তী হিংসা পরিস্থিতি পরিদর্শনে এল কেন্দ্রীয় প্রতিনিধিদল । বোলপুরের পারুল ডাঙা মাঠে সেনা হেলিকপ্টারে নেমে নানুর বিধানসভা এলাকা পরিদর্শন করে চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল ।

বোলপুরের পারুল ডাঙা মাঠে সেনা হেলিকপ্টার
ভোটের ফল প্রকাশের পর থেকে ৪ দিন ধরে রাজনৈতিক হিংসায় তপ্ত বীরভূম জেলা । কমপক্ষে ২০০০ বিজেপি নেতা-কর্মীর বাড়ি, দোকান, রিসর্ট, গাড়ি, বাইক, ট্রাক্টর ভাঙচুর করা হয় বলে অভিযোগ । বহু জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয় বিজেপি কর্মীদের বাড়িতে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে । শান্তি বজায় রাখার আর্জি জানিয়ে খোদ জেলা পুলিশ সুপারকে সাংবাদিক বৈঠক করতে হয় ।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের জন্য বিধানসভার অধ্যক্ষ হলেন বিমান বন্দ্যোপাধ্যায়


জেলার মধ্যে সর্বাধিক হিংসার খবর এসেছে নানুর, বোলপুর, লাভপুর, ইলামবাজার, পাড়ুই, মহম্মদবাজার, দুবরাজপুর, সাঁইথিয়া প্রভৃতি এলাকা থেকে । সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে প্রথমে নানুরের উদ্দেশ্যে রওনা দেয় প্রতিনিধিদলের কনভয় ।

অভিযোগ ছিল, নানুরের একাধিক জায়গায় বিজেপির মহিলা কর্মীরা আক্রান্ত হয়েছেন । তাই নানুর বিধানসভা থেকেই পরিদর্শন শুরু করে কেন্দ্রীয় প্রতিনিধিদল ।

ABOUT THE AUTHOR

...view details