বোলপুর, 2 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) অপমানজনক প্রেস বিজ্ঞপ্তি দেওয়ায় বিশ্বভারতীর উপাচার্য ও জনসংযোগ আধিকারিকের বিরুদ্ধে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। মুখ্যমন্ত্রী বীরভূম ছাড়ার আগে হাতে ব্যানার নিয়ে প্রতিবাদে সরব পড়ুয়ারা হেলিপ্যাডে যান ৷ এহেন ভাষায় রাজ্যের প্রশাসনিক প্রধান সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া যায় না, দাবি করেন পড়ুয়ারা ৷ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।
জমি বিতর্কে নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিরোধী আন্দোলনকারী পড়ুয়া-অধ্যাপকদের সঙ্গেও কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই নাম না-করে উপাচার্যকে আক্রমণ-সহ বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ এরপরই বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। 'মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন', 'দায়িত্বজ্ঞানহীন', 'আপনার আর্শীবাদের প্রয়োজন নেই', 'আপনার মন্ত্রী ও উপাচার্য গারদে', প্রভৃতি একাধিক বাক্য লিখে বিস্ফোরক প্রেস বিজ্ঞপ্তি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। যা নিয়ে নিন্দার ঝড় সর্বত্র ৷