খয়রাশোল, 8 মে : ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত বীরভূমের খয়রাশোল ৷ এক তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । মৃতের নাম কান্ত বাউড়ি (33) । আহত হয়েছেন বেশ কয়েকজন । পাল্টা বিজেপি কর্মীদের বাইক ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায় ৷ এদিন বীরভূমেই রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ।
ভোটের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত বীরভূম জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি দুবরাজপুর বিধানসভা । জেলার 11টি বিধানসভার মধ্যে একমাত্র দুবরাজপুর বিধানসভায় জয়লাভ করেছে বিজেপি । জানা গিয়েছে, এই বিধানসভার খয়রাশোল ব্লকের মুক্তিনগর গ্রামে তৃণমূলের লোকজন দলীয় কার্যালয়ে পিকনিক করছিল । পিকনিক শেষে রাতে গ্রামে বিজেপি কর্মীদের উপর হামলা করে । ভাঙচুর করা হয় বিজেপি কর্মীদের বাইক । পালটা প্রতিরোধ গড়ে তোলেন বিজেপির নেতা-কর্মীরা । লাঠি-বাঁশ নিয়ে তাড়া করে তৃণমূলের লোকজনকে । সেই সময় কান্ত বাউড়িকে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ । আহত হয়েছে বেশ কয়েকজন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়৷ খবর পেয়ে ভোর থেকেই গ্রামে বিশাল পুলিশ বাহিনী। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।