রামপুরহাট, 21 মার্চ : বোমা ছুড়ে তৃণমূল কংগ্রেসের উপপ্রধানকে খুন করল দুষ্কৃতীরা । নিহতের নাম ভাদু শেখ । তিনি রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন । তাঁর বাড়ি রামপুরহাট থানার বগটুই গ্রামে । আজ 60 নম্বর জাতীয় সড়কের ধারে বগটুই মোড়ের কাছে বসে ছিলেন ভাদু । সেইসময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা (TMC Upa Pradhan killed in bomb blast)। রক্তাক্ত অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
প্রত্যক্ষদর্শী লালন শেখ বলেন, ‘‘রামপুরহাটের বগটুই মোড়ে আমরা বসে আড্ডা মারছিলাম । দুটি বাইকে চেপে কয়েকজন দুষ্কৃতী আসে । শুরু হয় বোমাবাজি । সঙ্গে সঙ্গে আমি দোকানে পালিয়ে যাই । কিন্তু ভাদু পালাতে পারেনি । তাঁকে বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা ।’’