পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাড়ুইয়ে প্রাক্তন তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল - শেখ রেজাউল

শেখ রেজাউল নামে এক ব্যক্তির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পাড়ুইয়ের লেবড়াশ্বর গ্রামের ঘটনা ৷

Bombing at the house of former Trinamool activist
প্রাক্তন তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি

By

Published : Aug 7, 2020, 5:56 PM IST

পাড়ুই, ৭ অগাস্ট : কয়েকদিন ধরেই দলীয় কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছিল না । তাই শেখ রেজাউল নামে এক ব্যক্তির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পাড়ুইয়ের লেবড়াশ্বর গ্রামের ঘটনা ৷ খবর পেয়ে পাড়ুই থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷ শেখ রেজাউলের বাড়ির উঠানে তাজা বোমাও পড়ে থাকতে দেখা যায় ৷

পাড়ুই থানার লেবড়াশ্বর গ্রামের বাসিন্দা শেখ রেজাউল এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন ৷ কয়েকদিন ধরেই দলের কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে ৷ তিনি BJP-তে যোগ দিতে পারেন বলে রটে যায় ৷ এরপরই তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

কয়েক দিন আগেও তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা ৷ এমনকী, বাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । আজ ফের তাঁর বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি ৷ ঘটনায় রীতিমতো আতঙ্কিত শেখ রেজাউলের পরিবার ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ বাড়ির উঠোনে একটি তাজা বোমাও পড়ে থাকতে দেখা যায় ৷

প্রাক্তন তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি

শেখ রেজাউলের স্ত্রী সরিফা বিবি বলেন, "আমরা এখন কোনও দল করি না ৷ তৃণমূলের লোকজন বাড়িতে বোমা মেরেছে ৷ ওদের দলে ঢুকতে বলছে ৷ কিন্তু, আমরা কোনও দল করতে চাই না ৷ বাড়ির সবাই আতঙ্কে আছি ।"

ABOUT THE AUTHOR

...view details