পাড়ুই, ৭ অগাস্ট : কয়েকদিন ধরেই দলীয় কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছিল না । তাই শেখ রেজাউল নামে এক ব্যক্তির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পাড়ুইয়ের লেবড়াশ্বর গ্রামের ঘটনা ৷ খবর পেয়ে পাড়ুই থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷ শেখ রেজাউলের বাড়ির উঠানে তাজা বোমাও পড়ে থাকতে দেখা যায় ৷
পাড়ুই থানার লেবড়াশ্বর গ্রামের বাসিন্দা শেখ রেজাউল এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন ৷ কয়েকদিন ধরেই দলের কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে ৷ তিনি BJP-তে যোগ দিতে পারেন বলে রটে যায় ৷ এরপরই তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷