ইলামবাজার, 24 অগস্ট: জেল হেফাজতে অনুব্রত মণ্ডল । আর তাই রাতারাতি বন্ধ হয়ে গেল ইলামবাজারে অবস্থিত তৃণমূলের একটি কার্যালয় ৷ তবে কারণ হিসেবে জানা যায় সরকারি জমিতে থাকার ফলে এই কার্যালয় বন্ধ করে দেওয়া হল । ইলামবাজারে পূর্ত বিভাগের জায়গায় গড়ে উঠেছিল তৃণমূলের বাস শ্রমিক সংগঠনের একটি কার্যালয়(Ilambazar TMC)৷ সেই সময় এটি উদ্বোধন করেছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ । সঙ্গে ছিলেন ব্লক স্তরের অন্যান্য নেতৃত্বও ৷
Ilambazar TMC Party Office অনুব্রতহীন বীরভূম, বন্ধ হল সরকারি জমিতে তৈরি দলীয় কার্যালয় - ইলামবাজার তৃণমূল
অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের নির্দেশের পরই ইলামবাজারে বন্ধ করে দেওয়া হল তৃণমূল কার্যালয় (Ilambazar TMC Party Office)৷ যদিও দলের দাবি, সরকারি জমিতে গড়ে উঠেছিল বলেই বন্ধ করা হল কার্যালয় ৷
আরও পড়ুন :সিবিআই আতঙ্কে বোলপুর থেকে রাতারাতি উধাও জেলা পরিষদের অবৈধ টোল প্লাজা
এই বিষয়ে বিজেপির অভিযোগ, সরকারি জমি দখল করে তৃণমূল কার্যালয় গড়ে তুলেছিল ৷ এখন অনুব্রতহীন বীরভূমে কার্যত আতঙ্কে বন্ধ হয়ে গেল এই পার্টি অফিস । জমি দখল করে দলের কার্যালয়ে গড়ে ওঠার কথা স্বীকার করে তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি ফজলুল রহমান বলেন, "কারও ভয়ে নয়, সরকারি জায়গা দখল মুক্ত করতেই আমরা অভিযান শুরু করেছি ৷ তাতে দলের পার্টি অফিস হোক বা অন্য কিছু, সবই উচ্ছেদ হবে।"
আরও পড়ুন :অনুব্রতর আর্থিক লেনদেনের খোঁজে বোলপুরে একটি ব্যাংকে সিবিআই