পাড়ুই, 31 মে: "গাড়ির তেল পুড়িয়ে কাজ করব ? আমার কমিশনটা কই ? টাকা ছাড়া সই করব না ।" এভাবেই কাটমানি চাইছেন তৃণমূলের প্রধান ৷ বীরভূমের কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা হেমব্রমের এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ সেই ভিডিয়োতে পঞ্চায়েত দফতরে বসে প্রধানকে আরও বলতে শোনা যাচ্ছে, "সবাই ভাগ পাচ্ছে । আগে তো কমিশন পেতাম ৷ এখন কোথায় ?" এই ভিডিয়ো ঘিরে বিতর্ক চরমে উঠেছে ৷ যদিও, এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্য মঞ্চ থেকে কাটমানি নিয়ে দলের নেতাকর্মী, আধিকারিকদের হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল ৷ তারপরেই তৃণমূল নেতাদের একাধিক প্রকল্প থেকে এই কাটমানি নেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে রাজ্যজুড়ে । এ বার বীরভূমের পাড়ুই থানার কসবা গ্রাম পঞ্চায়েত থেকেও উঠল এমনই অভিযোগ ৷ এই পঞ্চায়েত তৃণমূলের দখলে ৷ প্রধান হলেন প্রতিমা হেমব্রম । তাঁরই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷
সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পঞ্চায়েত ভবনে নিজ দফতরে বসে রয়েছেন প্রধান ৷ সামনে দুজন ব্যক্তি দাঁড়িয়ে ৷ কোনও একটি কাগজে প্রধানের স্বাক্ষর নিতে গিয়েছেন তাঁরা ৷ সেই ভিডিয়োতে রীতিমতো জোর গলায় তৃণমূল প্রধানকে বলতে শোনা যাচ্ছে, "আমি খাটব আমি কিছু পাব না ? আমি লাখ টাকা চেয়েছি কি ? প্রধান তোমরা আমাকে করেছো, তাই বলে ঘরের তেল পুড়িয়ে তোমাদের কাজ করব ? আগে তো কমিশন পেতাম । সেই কমিশনটা কই ?" এভাবেই কার্যত কাটমানি চাইতে শোনা যাচ্ছে তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে ৷