মহুয়ার পাশে দাঁড়িয়ে এথিক্স কমিটির এক্তিয়ার নিয়ে প্রশ্ন শতাব্দীর তারাপীঠ, 3 নভেম্বর: লোকসভায় সতীর্থ মহুয়া মৈত্রর পাশে দাঁড়ালেন শতাব্দী রায় ৷ পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন লোকসভার এথিক্স কমিটির এক্তিয়ার নিয়েও ৷ শুক্রবার বীরভূমের তারাপীঠে এক সাংবাদিক বৈঠকে তিনি মহুয়ার বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রশ্ন করার বিষয়ে সরাসরি তোপ দাগেন কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে ৷
বীরভূমের সাংসদ তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায় বলেন, "শুধু আদানি বিষয়ক প্রশ্নের জন্য নয়, মহুয়া মৈত্র সব বিষয়ে আক্রমণাত্মক ৷ তাই তাঁকে বিজেপি টার্গেট করছে । এখনও প্রমাণিত হয়নি যে উনি কী করেছেন । সেটা উনি প্রমাণ দেবেন । মহুয়ার জনপ্রিয়তার জন্য এই ভাবে তাঁকে বিজেপির আক্রমণ করার কারণ বলে আমার মনে হয় ।"
বীরভূমের তারাপীঠে তৃণমূল সাংসদ শতাব্দী রায় উল্লেখ্য, কৃষ্ণনগরের সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভায় ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে ৷ তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ আইনজীবী ও মহুয়ার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদ্রাইয়ের কাছ থেকে এই বিষয়টি তিনি জানতে পেরেছেন বলে নিশিকান্তের দাবি ৷
বিজেপির এই সাংসদের অভিযোগ, দর্শন হিরানন্দানি নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিয়ে মহুয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদানিদের বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন করেছেন ৷ এই নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লেখেন নিশিকান্ত দুবে ৷ তার পর বিষয়টি চলে যায় লোকসভার এথিক্স কমিটির কাছে ৷
বীরভূমের তারাপীঠে তৃণমূল সাংসদ শতাব্দী রায় এখন এথিক্স কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখছে ৷ ইতিমধ্যে তারা কথা বলেছে নিশিকান্ত দুবে ও জয় অনন্ত দেহদ্রাইয়ের সঙ্গে ৷ গতকাল, বৃহস্পতিবার এথিক্স কমিটির সামনে হাজির হন মহুয়া মৈত্র ৷ কিন্তু মাঝপথে বৈঠক ছেড়ে তিনি বেরিয়ে আসেন ৷ দাবি করেন যে তাঁকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে ৷ এই নিয়ে কমিটির বিরোধী সাংসদ সদস্যরাও হইচই করেন ৷
বীরভূমের তারাপীঠে তৃণমূল সাংসদ শতাব্দী রায় শুক্রবার লোকসভার এথিক্স কমিটির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন শতাব্দী রায় ৷ তাঁর কথায়, "এথিক্স কমিটিকে একটি বাউন্ডারির মধ্যে থাকা উচিত । আর উনি একা ওয়াক আউট করে বেরিয়ে এসেছেন তা না, বিরোধীরা সবাই বেরিয়ে এসেছেন ।"
আরও পড়ুন:'রাতে কার সঙ্গে কথা', এথিক্স কমিটির নোংরা প্রশ্নে স্পিকারকে চিঠি ক্ষুব্ধ মহুয়া