শান্তিনিকেতন, 15 জুন : দীর্ঘদিন ধরে কোপাই নদী থেকে অবৈধভাবে মাটি কাটা চলছে ৷ এ নিয়ে অভিযোগ জানিয়েছে স্থানীয়রা ৷ কয়েকদিন আগে মাটি কাটার সময়ে পুলিশ হানা দিয়ে এক মাটি মাফিয়াকে আটক করেছিল ৷ তার রেশ কাটতে না কাটতেই ফের এক ঘটনা ৷ এবার মাটি চুরি বন্ধ করতে মঙ্গলবার স্থানীয় তৃণমূল নেতারা হানা দেন কোপাই নদীর পাড়ে ৷ তাঁরা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে দু'টি নম্বর প্লেটহীন ট্রাক্টর বাজেয়াপ্ত করে (TMC leaders with Police raid Kopai river in Birbhum) ৷
বীরভূমের অন্য নদ-নদীগুলির কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কোপাই নদী অত্যন্ত জনপ্রিয় ৷ ঐতিহ্যবাহী 'আমাদের ছোট নদী কোপাই' থেকে দিনে-দুপুরে মাটি কাটা হচ্ছে বেআইনিভাবে ৷ অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই নদীর পাড় কেটে মাটি, বালি তুলে নিয়ে যাওয়া হয় ইটভাটা ও বাগান বাড়িতে ৷ দীর্ঘদিন ধরে মাটি মাফিয়াদের রাজত্ব চলছে ৷