বোলপুর, 1 নভেম্বর: বিশ্বভারতীর উপাচার্যর বিরুদ্ধে আন্দোলন মঞ্চ থেকে ‘রামচন্দ্র 14 বছর জেল খেটেছিল’ বলে বিতর্কিত মন্তব্য করলেন নানুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা গদাধর হাজরা । পাশাপাশি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষে তাঁকে খাটে করে 'হরি বোল' বলে দিল্লি পৌঁছে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি ৷ প্রসঙ্গত, বিশ্ব ঐতিহ্যের ফলকে ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর । মুখ্যমন্ত্রীর নির্দেশে টানা 6 দিন ধরে শান্তিনিকেতনে চলছে তৃণমূলের আন্দোলন ।
17 সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' বা 'বিশ্ব ঐতিহ্যের' তকমা দিয়েছে ইউনেসকো । তার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ 3টি শ্বেতপাথরের ফলক বসিয়েছে । তাতে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং গুরুদেব ।
এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে 6 দিন ধরে শান্তিনিকেতনে মঞ্চ তৈরি করে চলছে ধর্না-বিক্ষোভ । এই মঞ্চ থেকে আগেই বিশ্বভারতীর উপাচার্যকে হুমকি দিতে শোনা গিয়েছে নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা ও তৃণমূল নেতা বাবু দাসকে ৷ যা নিয়ে 'প্রাণ সংশয়ের আশঙ্কা' প্রকাশ করে শান্তিনিকেতন থানায় অভিযোগও করেছেন উপাচার্য ।