পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Awas Yojana: টাকার ভাগ সবাই পায় ! আবাস যোজনার টাকা আত্মসাৎ নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা

আবাস যোজনা এবং তৃণমূল । একাধিক জেলায় শাসক দলের বিরুদ্ধে আবাস যোজনা নিয়ে অনিয়ম করার অভিযোগে উঠেছে ইতিমধ্যেই । প্রতিবাদও শুরু হয়েছে । তারমধ্যেই এবার বিতর্ক বাড়ালেন জোড়াফুল শিবিরের অঞ্চল সভাপতি আনোয়ার সিকদার (TMC Leader remarks regarding Awas Yojana raise controversy) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 2, 2023, 8:11 AM IST

Updated : Jan 2, 2023, 10:46 AM IST

আবাস যোজনার টাকা আত্মসাৎ নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা

পাঁড়ুই, 2 জানুয়ারি: ফের আবাস-অভিযোগে বিদ্ধ তৃণমূল । এবার বিতর্কে জড়ালেন শাসকদলের নেতা । "10 হাজার টাকা এলে সবাই সমান ভাগ পায়", আবাস যোজনার দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠতেই প্রকাশ্যে বললেন তৃণমূলের অঞ্চল সভাপতি । ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে পাঁড়ুই থানার সাত্তোর অঞ্চল সভাপতি আনোয়ার সিকদারের (Anwar Sikdar) বিস্ফোরক ওই ভিডিয়ো (TMC Leader remarks regarding Awas Yojana) ৷ যদিও ভিডিয়ো'র সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

রবিবার তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা । প্রশ্ন উঠতে থাকে, আবাস যোজনার বাড়ি কোথায় ? সেই প্রসঙ্গেই টাকা আত্মসাতের অভিযোগ ওঠে অঞ্চল সভাপতির বিরুদ্ধে । তখনই টাকার ভাগ সবাই পায় বলে সাফাই দেন তিনি ।

রাজ্যের দিকে দিকে আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে ৷ প্রকৃত প্রাপকেরা আবাস যোজনার বাড়ি পায়নি, এই দাবিতে বিক্ষোভও হয়েছে । কেন্দ্র সরকারের প্রতিনিধি দল অভিযোগগুলি খতিয়ে দেখতে ইতিমধ্যেই মাঠে নেমেছে ৷ সেই সময়েই বীরভূমের তৃণমূল নেতার বিস্ফোরক স্বীকারোক্তি ।

আরও পড়ুন: তৃণমূলে সম্মানের সঙ্গে থাকতে আবাস যোজনা ফিরিয়ে দিন, কর্মীদের কড়াবার্তা উদয়নের

বছরের প্রথম দিনেই বোলপুর বিধানসভার অন্তর্গত সাত্তোর অঞ্চল তৃণমূল সভাপতি আনোয়ার সিকদারকে ঘিরে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে ৷ প্রশ্ন তোলা হয়, রাস্তার ধারে আবাস যোজনার বাড়ি কেন প্রকৃত প্রাপকেরা পাচ্ছে না ৷ এমনকী, আবাস যোজনার বাড়ির টাকা অঞ্চল সভাপতি আত্মসাৎ করে নেন বলেও অভিযোগ করেন এক নেতা ৷ সেই সময়েই বেশ কিছুটা উত্তেজিত হয়ে সাত্তোর অঞ্চল সভাপতি আনোয়ার সিকদারকে বলতে শোনা যায়, "এই রকম কথা বলবে না ৷ টাকা সবাই পায় ৷ 10 হাজার টাকা এলে সবাই সমান ভাগ পায় ৷ তুমিও পাও, বাকিরাও পায় ।"

আরও পড়ুন: পুরুলিয়ায় আবাস যোজনার তালিকায় পৌরপ্রধানের মায়ের নাম

বিরোধীরা বলছেন, আবাস যোজনার বাড়ির টাকা কীভাবে নিজেদের মধ্যে বণ্টন হয় তা কার্যত প্রকাশ্যেই বললেন তৃণমূল নেতা ৷ ফলে ভিডিয়োটি ঘিরে বিতর্ক আরও বেড়েছে । এই প্রসঙ্গে বিজেপির সাংগঠনিক বোলপুর জেলা সভাপতি সন্ন্যাসী মণ্ডল বলেন, "আমরা বরাবরই তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছি । তোলার টাকা ভাগের অভিযোগ তুলেছি ৷ সেগুলো যে মিথ্যা নয়, তা নিজেরাই স্বীকার করছে ।"

Last Updated : Jan 2, 2023, 10:46 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details