লাভপুর, 1 মার্চ : মুর্শিদাবাদ থেকে উদ্ধার হল লাভপুরে নিখোঁজ তৃণমূল নেতার দেহ । সুফল বাগদি নামে ওই নেতা লাভপুরের থিবা গ্রাম পঞ্চায়েতের বাঘা গ্রামের তৃণমূলের কোর কমিটির সদস্য ছিলেন । শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি ।
গতকাল মুর্শিদাবাদ থানা এলাকায় একটি অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়বাসিন্দারা । পুলিশে খবর দিলে তারা এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় । পরে পরিবারের লোক দেহটি শনাক্ত করে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপহরণ করে খুন করা হয়েছে সুফলকে ।