সদাইপুর (বীরভূম), 26 জুলাই: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে গুরুত্বর যখম তৃণমূল নেতা ৷ জানা গিয়েছে, বীরভূমের সদাইপুর থানার হাজরাপুর গ্রামে বোমা বাঁধা ও মজুতের কাজ চলছিল। সেইসময় বিস্ফোরণ হয় ৷ গুরুত্বর জখম অবস্থায় গোলাম রসুল নামে ওই তৃণমূল নেতাকে সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনায় বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "তৃণমূলের লোকজন বোমা মজুত করছিল। ওরা তৃণমূলের দুষ্কৃতী। সেই সময় বিস্ফোরণে জখম হয় ওদেরই লোক ৷
তিনি আরও বলেন, "বীরভূম জেলাকে বারুদের স্তুপে পরিণত করেছে। পঞ্চায়েত নির্বাচনে তো দেখলেন, কীভাবে ভোট করল ৷ কোনও গণতন্ত্র নেই, দুষ্কৃতীদের রাজত্ব চলছে। পুলিশ ও প্রশাসন সবাই সব জেনেও নিশ্চুপ।" বীরভূম জেলার সদাইপুর থানার পাথরচাপুরির কাছে হাজরাপুর গ্রামে মঙ্গলবার রাতে বোমা, বোমা তৈরির মশলা মজুত করছিল। এমনকী, বোমা বাঁধার কাজও চলছিল বলে অভিযোগ। সেইসময় বিস্ফোরণে গুরুত্বর জখম হন স্থানীয় তৃণমূল নেতা গোলাম রসূল ৷