পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bivas Adhikary on ED Raid: আমহার্স্ট স্ট্রিটে সিল করা ফ্ল্যাট ‘ঠাকুর অনুকূল চন্দ্রে’র, ইডি তল্লাশি নিয়ে দাবি মানিক-ঘনিষ্ঠ বিভাসের - Bivas Adhikary on ED Raid

আমহার্স্ট স্ট্রিটে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বিভাস অধিকারীর ফ্ল্যাট সিল করেছে ইডি (Bivas Adhikary on ED Raids) ৷ যা নিয়ে বিভাস অধিকারীর দাবি, ওই ফ্ল্যাটটি তাঁর নয়, ঠাকুর অনুকূল চন্দ্রের নামে ৷

tmc-leader-bivas-adhikary-on-ed-raids-in-his-kolkata-flat
TMC Leader Bivas Adhikary on ED Raids in His Kolkata Flat

By

Published : Oct 15, 2022, 9:45 PM IST

রামপুরহাট, 15 অক্টোবর: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তে আজ কলকাতার আমহার্স্ট স্ট্রিটের একটি আবাসনে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বীরভূমের নলহাটি 2 ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর একটি ফ্ল্যাট সিল করল ইডি ৷ বীরভূমের নলহাটির কৃষ্ণপুরে বিভাস অধিকারীর একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে ৷ নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ সকাল থেকেই উত্তর 24 পরগনা ও রাজহাট-নিউটাউনের একাধিক এলাকায় তল্লাশি চালাচ্ছে ইডি ৷

বারাসতে মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal) বাড়িতেও যায় ইডি’র আধিকারিকরা ৷ মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংস্থার মালিক তাপস মণ্ডল ৷ সেখানেও ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছে ৷ আর তার পরেই এদিন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বিভাস অধিকারীর ফ্ল্যাট সিল করে ইডি আধিকারিকরা ৷ সূত্রের খবর, বিভাস অধিকারীর বীরভূমের কৃষ্ণপুরে, কৃষ্ণপুর টিচার্স ট্রেনিং সেন্টারের সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগাযোগ রয়েছে ৷ শিক্ষক নিয়োগে বিপুল অংকের আর্থিক লেনদেন বিভাস অধিকারীর এই টিচার্স ট্রেনিং সেন্টারের মাধ্যমে হয়ে থাকতে পারে বলে অনুমান ইডির তদন্তকারীদের ৷ সেই সঙ্গে সংস্থার মালিক বিভাস অধিকারীর ভূমিকা খতিয়ে দেখতে তাঁকে জেরা করতে পারে ইডি ৷

আমহার্স্ট স্ট্রিটে সিল করা ফ্ল্যাট ‘ঠাকুর অনুকূল চন্দ্রে’র

আরও পড়ুন:বারাসতে মানিক ঘনিষ্ঠের বাড়িতে ইডির হানা, চলছে ম্যারাথন তল্লাশি

এই বিষয়ে তৃণমূল নেতা বিভাস অধিকারী বলেন, ‘‘যে ফ্ল্যাটটা ইডি সিল করেছে, সেটা সৎসঙ্গ ঠাকুর অনুকূল চন্দ্রের নামে কেনা ফ্ল্যাট (Bivas Adhikary on ED Raids) ৷ যাঁরা গুরুভাই, বিভিন্ন কারণে কলকাতা যান ৷ তাঁরা ওখানে থাকেন, তাই লোকজন বেশি হয় ৷ বড় বড় ট্রাঙ্কে টাকা যেত এটা সিপিআইএমের লোকেরা বলছে ৷ টাকা এত সস্তা না ৷ তদন্ত হলেই ভালো হবে ৷’’

এ নিয়ে তাপস মণ্ডল সম্পর্কে বিভাস অধিকারী বলেন, ‘‘উনি একটা কলেজের মালিক ৷ আমি একটা কলেজ মালিক হিসেবে চিনতাম ৷ তদন্ত করলেই ইডি বুঝতে পারবে, কে আসল দোষী ৷’’ মানিক ভট্টাচার্য প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যাঁরা কলেজ চালায়, তাঁদের সবার ঘনিষ্ঠ মানিক ভট্টাচার্য ৷’’

ABOUT THE AUTHOR

...view details