বোলপুর, 17 অক্টোবর : "বিশ্বভারতীর উপাচার্য রবীন্দ্রনাথকে নিয়ে ছেলেখেলা করছেন । রবীন্দ্রনাথকে মুছে দিতে চাইছেন ।" ফের বিশ্বভারতীর উপাচার্যকে কটাক্ষ অনুব্রত মণ্ডলের । আজ বোলপুর উচ্চ বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করতে গিয়ে একথা বলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । বলা হয়, 100 বছর আগে এই বিদ্যালয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ । সেই উপলক্ষেই আজ স্কুলে একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়।
শতাব্দী প্রাচীন বোলপুর উচ্চ বিদ্যালয় । আজ থেকে ঠিক একশো বছর আগে এই স্কুলের একটি অনুষ্ঠানে এসেছিলেন রবীন্দ্রনাথ । সেই স্মৃতিকে ধরে রাখতে এদিন স্কুল প্রাঙ্গণে রবীন্দ্রনাথের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয় । এই মূর্তি উন্মোচন করতে আসেন অনুব্রত মণ্ডল । ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয় কুমার সাধু-সহ অন্যান্যরা ।