পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাল রাত ন'টায় কী করবেন অনুব্রত ? - Covid-19 latest news

বর্তমান পরিস্থিতিতে যখন গোটা দেশ কোরোনার বিরুদ্ধে লড়ছে, কথা হচ্ছে সামাজিক দূরত্ব নিয়ে, সেই পরিস্থিতি আজ ফের নতুন করে তাস খেলার প্রসঙ্গ তুলে এনে বিতর্ক উসকে দিলেন অনুব্রত মণ্ডল ।

ছবি
ছবি

By

Published : Apr 4, 2020, 7:11 PM IST

Updated : Apr 5, 2020, 1:07 PM IST

বোলপুর, 4 এপ্রিল : একেই তো ভারত অন্ধকার হয়ে গেছে, নতুন করে অন্ধকার করে কী লাভ । রবিবার ন'মিনিটের জন্য প্রধানমন্ত্রীর আলো বন্ধ রাখার আহ্বান প্রসঙ্গে এমনই বললেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । ওই সময়ে তিনি নাকি তাস খেলেই সময় কাটাবেন । এই কথাও জানিয়ে রাখলেন তিনি ।

কোরোনা মোকাবিলায় দেশবাসীর মধ্যে একতা চেতনা গড়ে তুলতে আগামীকাল রাত ন'টায় ন'মিনিটের জন্য বৈদ্যুতিন আলো বন্ধ করে প্রদীপ, মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে বলেছেন তিনি । এই প্রসঙ্গে কটাক্ষের সুরে অনুব্রতবাবু বলেন, "কে কী বলেছে আমি জানি না । একেই তো অন্ধকার হয়ে গেছে ভারত । নতুন করে আবার অন্ধকার করে কি কিছু লাভ আছে ? "

এটাই প্রথমবার নয় । স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এর আগেও একাধিকবার এমন মন্তব্য করে রাজ্য রাজনীতিতে সমালোচিত হয়েছিলেন তিনি । বর্তমান পরিস্থিতিতে যখন গোটা দেশ কোরোনার বিরুদ্ধে লড়ছে, কথা হচ্ছে সামাজিক দূরত্ব নিয়ে, সেই পরিস্থিতি আজ ফের নতুন করে তাস খেলার প্রসঙ্গ তুলে এনে বিতর্ক উসকে দিলেন অনুব্রত মণ্ডল । এমনই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ।

Last Updated : Apr 5, 2020, 1:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details