পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 22, 2019, 1:34 PM IST

Updated : Sep 22, 2019, 1:59 PM IST

ETV Bharat / state

নিউজ় নেই, ফাঁকা বাড়িতে বোমা রাখতে পারে সাংবাদিকরা : অনুব্রত

জেলাজুড়ে তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে বোমা বিস্ফোরণ প্রসঙ্গে অনুব্রতর মন্তব্য, "সাংবাদিকরা করতে পারে ৷ কারণ তাদের কাছে নিউজ় নেই ৷ ওরা ফাঁকা বাড়িতে বোমা রেখে আসতে পারে ৷ "

অনুব্রত মণ্ডল

সাঁইথিয়া, 22 সেপ্টেম্বর: "ফাঁকা বাড়ি ৷ লোকজন নেই ৷ কেউ থাকে না ৷ বোমাটা তো তুমিও রেখে দিয়ে আসতে পার নিউজ় করার জন্য ৷ " সাংবাদিকদের উদ্দেশে এমন মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ সম্প্রতি বীরভূমের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ এ প্রসঙ্গে গতকাল অনুব্রতবাবুকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উদ্দেশে তিনি পালটা এই মন্তব্য করেন ৷

গতকাল বীরভূমের সাঁইথিয়াতে একটি বাস টার্মিনালের উদ্বোধন করতে এসেছিলেন অনুব্রতবাবু ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সহ-সভাপতি অভিজিৎ সিংহ, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা, মলয় মুখোপাধ্যায়, সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত ৷

অনুষ্ঠান মঞ্চ থেকে NRC ইশুতে BJP-কে আক্রমণ করেন অনুব্রত ৷ বলেন, "স্বাধীনতার জন্য বাংলার একের পর এক মানুষ প্রাণ দিয়েছেন । BJP-র কেউ বলতে পারবেন এখানে দাঁড়িয়ে যে গুজরাতের মানুষ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন? কেউ দেখাতে পারবেন ? গুজরাতের মানুষ প্রাণ দেননি ৷ মানুষের পাশে দাঁড়াননি ৷ গুজরাতের মানুষ বিজ়নেস ছাড়া কিছু বোঝেন না । স্বাধীনতা তাঁরা কী করে বুঝবেন?"

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ খানিকটা মেজাজ হারাতে দেখা গেল অনুব্রতকে ৷ জেলাজুড়ে তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে বোমা বিস্ফোরণ প্রসঙ্গে তাঁর মন্তব্য, "সাংবাদিকরা করতে পারে ৷ কারণ তাঁদের কাছে নিউজ় নেই ৷ ওঁরা ফাঁকা বাড়িতে বোমা রেখে দিয়ে আসতে পারে ৷ " এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, "কেন বেছে বেছে তৃণমূল নেতা কর্মীদের বাড়িতেই বোমা রাখা হবে ? " অনুব্রতবাবুর উত্তর, "হাইলাইট হবে ৷ খবর হবে ৷ তোমার লাভ হবে ৷ " বীরভূমের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার করছে পুলিশ ৷ এ বিষয়ে অনুব্রতবাবু বলেন, "লোকসভার সময় অশান্তি ছড়ানোর জন্য বোমাগুলি BJP রেখেছিল ৷ সেগুলিই পুলিশ এখন উদ্ধার করছে ৷ "

দেখুন ভিডিয়ো...

তিনি BJP-র রাস্তা অবরোধ প্রসঙ্গে বলেন, "কাজ নাই, কম্ম নাই, রাস্তা অবরোধ করলে ছেড়ে দেবে ৷ গোরু পেটানো করে পেটাবে ।" যদিও কে বা কারা পেটাবে জানতে চাওয়া হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান ৷

শুক্রবার সন্ধে 6 টা নাগাদ খয়রাশোল ব্লকের লোকপুর থানা এলাকার গাংপুর গ্রামে বাবলু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে । ঘটনার পর শুরু হয় রাজনৈতিক তরজা । যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল সেই বাড়ির মালিক তৃণমূল করেন দাবি করে BJP ৷ অন্যদিকে তৃণমূলের পালটা দাবি বাড়ি মালিক BJP করেন ৷

Last Updated : Sep 22, 2019, 1:59 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details