বোলপুর, 23 অক্টোবর : বিদ্যুৎ-এর ফেজ় লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বোলপুরের বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের কেরিমপুর গ্রাম । ভোর রাত থেকে চলে দু'পক্ষের মধ্যে দফায় দফায় বোমাবাজি । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
গ্রামে বিদ্যুৎ-এর খুঁটিতে লাগানো ফেজ় কেটে গিয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে গ্রামের একাংশ । স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । একে অপরের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ফেজ় কেটে দেওয়ার অভিযোগ আনে ৷