পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 31, 2019, 2:40 AM IST

Updated : Aug 31, 2019, 3:03 AM IST

ETV Bharat / state

নানুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, দফায় দফায় বোমাবাজি

নানুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠল ৷ এর জেরে দফায় দফায় বোমাবাজি হয় ৷

ঘটনাস্থানের ছবি

নানুর, 31 অগাস্ট : নানুরের যজ্ঞনগর গ্রামে স্বাস্থ্যসাথী পরিষেবা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ৷ চলে বোমাবাজি ৷ সদ্য দলে ফেরা কাজল শেখ ও নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যর অনুগামীদের মধ্যেই এই সংঘর্ষ চলে বলে খবর । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বোলপুর থানার পুলিশ ।

গতকাল দিনভর নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর থানা এলাকার যজ্ঞনগর গ্রামের পশ্চিম পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ চলে ৷ চলে বোমাবাজি ৷ বেশ কিছু বাড়িতে ভাঙচুর করা হয় । ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে । তাদের গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

বোমার দাগ

কেন এই সংঘর্ষ ? গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গ্রামে স্বাস্থ্যসাথী পরিষেবা চালু হয়ে গেলেও বেশ কিছু পরিবার তা থেকে বঞ্চিত। কেন স্বাস্থ্যসাথী কার্ড পাননি, সেই বিষয়ে খোঁজ নিতে গ্রামের কয়েকজন যুবক স্থানীয় বাহিরি পাঁচশোয়া পঞ্চায়েতে যান । পরিষেবা কেন পাচ্ছেন না, সেই বিষয়ে কোনও উত্তর না পাওয়ায় পঞ্চায়েত কর্মীদের সঙ্গে তাঁদের বাদানুবাদ শুরু হয় । তা নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে খবর ৷ দফায় দফায় চলে বোমাবাজি। গ্রামের রাস্তায় তাজা বোমাও পড়ে থাকতে দেখা যায় । যদিও, ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বর প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

Last Updated : Aug 31, 2019, 3:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details