পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Factionalism in Birbhum : অনুব্রতর নাম করে কাটমানি ফেরতের অভিযোগ তুলে নেওয়ার হুমকি ব্লক সভাপতির - অনুব্রতর নাম করে কাটমানি ফেরতের অভিযোগ তুলে নেওয়ার হুমকি ব্লক সভাপতির, পরে ভুল স্বীকার

বুথ সভাপতি অচিন্ত্য ঘোষকে অনুব্রত মণ্ডলের নাম করে কাটমানি ফেরতের অভিযোগ তুলে নেওয়ার হুমকি দেন বীরভূমের ব্লক সভাপতি বিনয় ঘোষ ৷ অচিন্ত্য ঘোষ এমনই অভিযোগ করেছেন বিনয় ঘোষের বিরুদ্ধে (TMC Factionalism in Birbhum) ৷

TMC Factionalism in Birbhum
TMC Factionalism in Birbhum

By

Published : May 9, 2022, 6:40 AM IST

মুরারই, 8 মে :সরকারি বাড়ি তৈরির প্রকল্পে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী টাকা নেয় ৷ সেই কাটমানির টাকা ফেরতের দাবি করায় অঞ্চল সভাপতিকে মোবাইলে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেওয়া হয় ৷ ব্লক সভাপতি বিনয় ঘোষ এই হুমকি দেন বলে অভিযোগ করেছেন অচিন্ত্য ঘোষ (TMC Factionalism in Birbhum) ।

ঘটনাটি বীরভূমের মুরারই-এর রাজগ্রামে । রাজগ্রাম পুর্বপাড়ার বাসিন্দা লাইলি বিবি, গীতাঞ্জলি প্রকল্পে বাড়ি পেয়েছেন । সেই বাড়ি তৈরি করতে এলাকার তৃণমূল কংগ্রেসের মুরারই এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী লাইলি বিবির কাছ থেকে 18 হাজার টাকা কাটমানি নিয়েছেন বলে অভিযোগ ।

অনুব্রতর নাম করে কাটমানি ফেরতের অভিযোগ তুলে নেওয়ার হুমকি ব্লক সভাপতির, পরে ভুল স্বীকার

এলাকার বুথ সভাপতি অচিন্ত্য ঘোষ সেই কাটমানির টাকা ফেরত দেওয়ার জন্য দলের বিভিন্ন নেতার কাছে সরব হন । তিনি সরব হতেই তৃণমূল কংগ্রেসের মুরারই এক নম্বর ব্লক সভাপতি বিনয় ঘোষ অচিন্ত্য ঘোষকে মোবাইলে অনুব্রত মন্ডলের নাম নিয়ে অভিযোগ প্রত্যাহার করে নিতে বলেন ৷ ভুল বোঝাবুঝি হয়েছে বলেও সংবাদমাধ্যমের কাছে বিবৃতি দিতে হবে বলে হুমকি দেন । অচিন্ত্য ঘোষের সঙ্গে মোবাইলে কথা বলার বিষয়টি স্বীকার করে নিলেও অনুব্রত মণ্ডলের নির্দেশে তিনি কথাগুলি বলেছেন অচিন্ত্য ঘোষকে, তা মিথ্যা বলে দাবি করেন ব্লক সভাপতি ।

ব্লক সভাপতি বিনয় ঘোষ ফোনে অচিন্ত্য ঘোষকে বলেন, "কেষ্টদা বলেছে অভিযোগ তুলে নিতে ৷ নইলে দল ছাড়তে হবে ৷" অপরদিকে অচিন্ত্য ঘোষ বলেন, "মাথা নত আমি করব না ৷ দলের জন্য আমি বিক্রি হব না ৷ টাকা ফেরত দিলে অভিযোগ তুলব ৷ প্রাণ গেলেও আমি মাথা নিচু করব না ৷ আমি বিবৃতি দেব না যতক্ষণ টাকা না ফেরত দেওয়া হচ্ছে ৷"

আরও পড়ুন :Example of Honesty : সততার নজির ! বিক্রি হওয়া চালের বস্তায় গয়না পেয়ে গৃহকর্ত্রীকে ফেরালেন আড়তদারের স্ত্রী

ABOUT THE AUTHOR

...view details