কলকাতা, 22 জানুয়ারি: আগামী মাসের শুরুতেই বীরভূমে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Birbhum Visit) ৷ দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সফরকালে তাঁর অনুষ্ঠানস্থলের কোথাও অনুব্রত মণ্ডলের ছবি (Anubrata Mondal Picture) টাঙানো যাবে না ! শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে নাকি জেলাস্তরে এমনই নির্দেশ গিয়েছে ! খবর কানে যেতেই আসরে নেমেছে বিরোধীরা ৷ তাদের খোঁচা, এবার তাহলে কেষ্টকে ঝেড়ে ফেলতে চাইছেন দিদি ! যদিও রাজনৈতিক মহলের ব্যাখ্যা, আইনি জটিলতা এড়াতেই তৃণমূলের এই কৌশল ৷ কারণ, গরুপাচার মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন কেষ্ট ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর কোনও কর্মসূচিতে সেই ঘটনার আঁচ পড়ুক, চাইছে না রাজ্যের শাসকদল ৷ সেই কারণেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷
প্রসঙ্গত, এখনও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন অনুব্রত মণ্ডল ৷ গরুপাচার কাণ্ডে তিনি গ্রেফতার হওয়ার পর স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ৷ বলেছিলেন, কেষ্টকে 'বীরের সম্মান' দেওয়ার কথা ! এরপর ফিরহাদ হাকিম অনুব্রতকে সম্বোধন করেছিলেন 'বাঘ' বলে ! তাঁর প্রতি দলীয় নেতৃত্বের এমন সব বিশেষণ প্রয়োগে অনুব্রতর সমস্য়া বেড়েছে বই কমেনি ৷ তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার 'প্রভাবশালী তত্ত্ব' আরও পোক্ত হয়েছে ৷ যার জেরে এখনও কারাবাসেই দিনযাপন করতে হচ্ছে অনুব্রতকে ৷
আরও পড়ুন:জেলে বসেই আধিকারিকদের হুমকি দিচ্ছেন অনুব্রত, বিস্ফোরক দাবি সিবিআই আইনজীবীর