বোলপুর, 10 নভেম্বর: সাংবাদিকের প্রশ্ন থেকে বাঁচতে তারের বেড়া পার হয়ে সিবিআই (CBI) ক্যাম্প অফিসে ঢুকে হাজিরা দিলেন তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর । গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে বোলপুরের (Bolpur) রতনকুঠি গেস্ট হাউজে সিবিআই ক্যাম্প অফিসে ডেকে পাঠানো হয়েছিল ৷ গেট দিয়ে না গিয়ে, পিছনের জঙ্গলময় তারের বেড়া পার হয়ে ক্যাম্প অফিসে ঢোকেন তিনি৷ যা নিয়ে প্রশ্ন উঠেছে ।
11 নভেম্বর গরুপাচার মামলায় (Cattle Smuggling Scam) ফের বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হবে ৷ তার আগে এদিন বোলপুরে এসে জোরকদমে তথ্য সংগ্রহ শুরু করলেন গোয়েন্দারা ৷ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বোলপুর পৌরসভার (Bolpur Municipality) ভাইস চেয়ারম্যান ওমর শেখ, কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন-সহ লটারি এজেন্সির মালিক, ব্যাংক আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই অফিসারেরা ।