বোলপুর, 7 জুলাই: রাত পোহালেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। কিন্তু গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে। এই প্রথম কোনও নির্বাচনে খাঁ খাঁ করছে তাঁর বাড়ি ৷ শূন্য অনুব্রত মণ্ডলের চেয়ারও ৷ প্রতি নির্বাচনে অনুব্রতর কোনও না কোনও দাওয়াই থাকত। দলীয় নেতা-কর্মীদের ভিড় থাকত তাঁর বাড়িতে। সেসব কিছুই নেই এবার ৷
রাজ্যে পালাবদলের পর এই প্রথম বীরভূম জেলায় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে অনুব্রতহীন অবস্থায় ৷ 2013 সালে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পুলিশকে বোমা মারতে বলে ও নির্দল প্রার্থীদের বাড়ি ভেঙে দিতে বলে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন অনুব্রত মণ্ডল। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রতর দাওয়াই ছিল 'চড়াম চড়াম' ও 'গুড়-বাতাসা'। অনুব্রতর দাপটে মনোনয়ন পত্রই জমা দিতে পারেনি বিরোধীরা এমন অভিযোগও উঠেছিল ৷ সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূম জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল কংগ্রেস। কবি শঙ্খ ঘোষও কটাক্ষ করে কবিতাও লিখেছিলেন ৷ তারপরও অনুব্রত থেকেছেন অনুব্রতেই ৷ নয়া দাওয়াই উঠে এসেছিল তাঁর গলায় ৷ কখনও গুড় বাতাসে, কখনও আবার নকুলদানাও দাওয়াই দিয়েছিলেন তিনি ৷ কিন্তু সে সব কার্যত অতীত ৷