বোলপুর, 12 জুন:প্রায়সমস্ত বিরোধী দল মনোনয়ন পত্র জমা দিলেও, গড়িমসি করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রস ৷ এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য কবে থেকে মনোনয়ন পত্র জমা দেবে তৃণমূল প্রার্থীরা, তা এখনও ঠিক হয়নি ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, দুটি কারণে এখনও পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনক্ষণ নিয়ে এত গোপনীয়তা। একটি কারণ হল প্রার্থীর নাম নিয়ে দলীয় কোন্দল এড়ানো। দ্বিতীয়টি হল, পঞ্চায়েত মামলা নিয়ে হাইকোর্টের শুনানির দিকে তাকিয়ে তৃণমূল শীর্ষনেতারা ৷
8 জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পত্র দাখিলের প্রক্রিয়া। আপাতত নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি মোতাবেক, 15 জুন পর্যন্ত চলবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। রাজ্যে পালাবদলের পর 2013 এবং 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে হুল ফোটাতে পারেনি বিরোধীরা ৷ বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে মনোনয়ন পত্র জমা দিতেই পারেনি বিরোধীরা। সেক্ষেত্রে কার্যত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। দিকে দিকে শাসকের সন্ত্রাসের চিত্রও দেখা গিয়েছিল ৷ তবে এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের ক্ষেত্রে চিত্রটা অনেকটাই ভিন্ন ৷
ইতিমধ্যে রাজ্যের বহু জায়গায় বিজেপি, সিপিএম, কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ৷ দু-একটি বিক্ষিপ্ত ঘটনাটা ছাড়া মোটের উপর বিরোধীরা এবার মনোনয়ন পত্র দাখিল করতে পারছে বলো মনে করছে রাজনৈতিক মহল ৷ নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে বিরোধীরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের 45 শতাংশ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছে ৷ কিন্তু, এখনও পর্যন্ত শাসকদল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে মনোনয়নের কাজেই নামেনি ৷ এমনকী, কবে মনোনয়ন পত্র জমা দেবে তারা, তা নিয়েও গোপনীয়তা বজায় রেখেছে তৃণমূল। কোনও জেলায় আবার দিনক্ষণই বলতে পারছেন না নেতারা ৷