রামপুরহাট, 21 মার্চ: বছর ঘুরতেই রাজনৈতিক নেতাদের ভিড় বগটুই গ্রামে । গতবছর 21 মার্চে রামপুরহাটের এই বগটুই গ্রামে শিশু-সহ 10 জন মহিলাকে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছিল । রামপুরহাট 1 নং ব্লকের বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুনের পরই হিংসা ছড়িয়ে পড়ে বগটুই গ্রামে । আগুন ধরিয়ে দেওয়া হয় 12টি বাড়িতে । চলে হত্যালীলা । বলি হয় 10টি প্রাণ । সেই ঘটনার বছর পূর্তিতে বগটুই গ্রামে তৃণমূল ও বিজেপির প্রতিযোগিতাই তৈরি হয়েছে শহিদ বেদি (TMC and BJP on Bogtui Massacre Anniversary)।
সোমবার প্রথমে স্বজনহারা মিহিলাল শেখের বাড়িতে বিজেপি তৈরি করে একটি শহিদ বেদি । সেই খবর ছড়িয়ে পড়তেই বিজেপির শহিদ বেদির ঠিক সামনেই তড়িঘড়ি তৈরি হল তৃণমূলের শহিদ বেদি । তবে বিজেপির শহিদ বেদি প্রথমে তৈরি হলেও মাল্যদানে এগিয়ে গেল তৃণমূল ৷ আজ বেলা 12টায় তৃণমূলের তৈরি শহিদ বেদিতে মালা দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিং, অশোক চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা কাজল শেখ, মলয় মুখোপাধ্যায়, রামপুরহাট 1 নং তৃণমূল ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি-সহ স্থানীয় ও জেলা নেতৃত্ব ।