পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নানুরে তৃণমূল-BJP সংঘর্ষ - TMC-BJP clash

নানুরের রামকৃষ্ণ গ্রামে তৃণমূল-BJP সংঘর্ষ । জখম এক ।

জখম ব্যক্তি

By

Published : Sep 7, 2019, 9:33 AM IST

নানুর, 7 সেপ্টেম্বর : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত নানুরের রামকৃষ্ণ গ্রাম । বোমাবাজি করা হয় বলেও অভিযোগ । গুলিবিদ্ধ হয়েছেন এক BJP কর্মী । জখম ব্যক্তিকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বর্ধমান মেডিকেল কলজে ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

গতকাল গ্রামে BJP-র পতাকা লাগানোকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয় । পরে তা বোমাবাজিতে পরিণত হয় । অভিযোগ, BJP কর্মী স্বরূপ গড়াইকে লক্ষ্য করে গুলি করে তৃণমূলের দুষ্কৃতীরা । গুরুতম জখম হন তিনি । যদিও ঘটনার বিষয়ে দু'পক্ষই মুখ খুলতে চায়নি ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছেছে নানুর থানার পুলিশ । পুলিশ জানায়, এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । ঘটনাস্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details