বোলপুর, 27 অগস্ট:ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) মামলায় বীরভূমের বোলপুর থেকে তিনজনকে গ্রেফতার (Three TMC Leaders Arrested) করল সিবিআই (CBI) ৷ ধৃতরা তিনজনই তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা ৷ এঁরা হলেন পঞ্চানন খাঁ, বাদল শর্মা ও তীর্থনাথ হাজরা ৷
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) পরে রাজ্যজুড়ে হিংসার অভিযোগ ওঠে ৷ বিরোধী, বিশেষ করে বিজেপি-র দাবি, তৃণমূল আশ্রিত গুন্ডারা তাদের নেতা ও কর্মীদের উপর লাগাতার হামলা চালিয়েছে ৷ তাতে বহু মানুষ খুন হয়েছেন ৷ অনেককেই বাড়ি-ঘর ছেড়ে পালাতে হয়েছে ৷ বহু মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একাধিক মামলাও রুজু করা হয়েছে ৷ তারই প্রেক্ষিতে পরবর্তীতে ভোট পরবর্তী হিংসার তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷
আরও পড়ুন:ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যাপারে রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এর আগে মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও ভোট পরবর্তী হিংসার ঘটনায় তদন্ত করা হয়েছিল ৷ তদন্ত প্রক্রিয়া শেষ হলে অভিযুক্ত হিসাবে বীরভূমের তিন বাসিন্দার নাম আদালতে জমা দেয় কমিশন ৷ এঁরা হলেন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান, কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামন শেখ এবং ওহিউদ্দিনের সঙ্গী পঞ্চানন খাঁ ৷
শনিবার তদন্তের কাজে বীরভূমে আসেন সিবিআই-এর প্রতিনিধিরা ৷ কঙ্কালিতলার উপপ্রধান মহম্মদ ওহিউদ্দিনের লায়েকবাজারের বাড়িতে তল্লাশিতে যান তাঁরা ৷ কিন্তু, সেই সময় ওহিউদ্দিন বাড়িতে ছিলেন না ৷ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তাঁরা সাফ জানিয়ে দেন, উপপ্রধান বাড়িতে ফিরলেই তাঁকে যেন সিবিআই-এর ক্যাম্প অফিসে পাঠিয়ে দেওয়া হয় ৷ সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সিবিআই ৷
অন্যদিকে, এদিন সকালেই ভোট পরবর্তী হিংসার মামলায় পঞ্চানন খাঁ, বাদল শর্মা ও তীর্থনাথ হাজরাকে আটক করে সিবিআই ৷ তাঁদের প্রাথমিকভাবে বিশ্বভারতীর পূর্বপল্লী অতিথি নিবাসে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই অস্থায়ী ক্যাম্প অফিস খুলেছে সিবিআই ৷ পরে সেখানে ধৃতদের পরিবারের সদস্যদেরও ডেকে পাঠানো হয় ৷ এরপর বিকেলে তিনজনকেই গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ বোলপুর মহকুমা হাসপাতালে ধৃতদের স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে ৷ রবিবার তাঁদের বোলপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, জেরা চালিয়ে যেতে ধৃতদের প্রাথমিকভাবে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷