পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুব্রতর মেয়েকে নিয়ে অশালীন মন্তব্য়ের অভিযোগ, গ্রেপ্তার 3 - cyber crime

আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং পূর্ব মেদিনীপুর থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের 9 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারকের ।

anubrata mandol
অনুব্রত মণ্ডল

By

Published : Jan 23, 2020, 9:01 PM IST

Updated : Jan 23, 2020, 11:46 PM IST

বোলপুর, 23 জানুয়ারি : সোশাল মিডিয়ায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়েকে নিয়ে অশালীন পোস্টের অভিযোগে গ্রেপ্তার তিন যুবক । ধৃতদের নাম সুকান্ত বর্মণ, অরূপ সরকার এবং সুশান্ত আবক । আজ আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে সুকান্ত, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে অরূপ এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে সুশান্তকে গ্রেপ্তার করে বোলপুর থানার পুলিশ ।

সোশাল সাইটে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যাতে দেখা যাচ্ছে, অভিযুক্ত অরূপ সরকার ও বাকি দু'জন সোশাল মিডিয়ায় অনুব্রত মণ্ডলের একটি ভিডিয়ো বিকৃত করে তাঁর মেয়েকে নিয়ে মন্তব্য করছে । সেই ভিডিয়ো নজরে আসে জেলার তৃণমূলের আইটি সেলের সদস্য সুমন দের । সুমন বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে । জানা গেছে, ধৃত অরূপ জয়পুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কয়েকদিন আগেই ইঞ্জিনিয়ারিং পাশ করেছে ।

অনুব্রতর মেয়েকে নিয়ে অশালীন পোস্টের অভিযোগ

ধৃতদের আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 9 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন । তাদের বিরুদ্ধে 354, 506, 507, 120বি ও আইটি অ্যাক্ট 67 ও 67 এ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী শ্যামসুন্দর কোনার ।

Last Updated : Jan 23, 2020, 11:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details