পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ময়ূরাক্ষী নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু একই পরিবারের 3 জনের - Three died in Mayurakshi river

আজ মহম্মদবাজারের ময়ূরাক্ষী নদীতে স্নান করতে যায় ওই তিনজন ৷ তার মধ্যে একজন তলিয়ে যায় । তাকে বাঁচাতে গিয়ে আরও দুইজন তলিয়ে যায় ৷

Birbhum
ছবিটি প্রতীকী

By

Published : Jan 25, 2021, 5:54 PM IST

মহম্মদবাজার, 25 জানুয়ারি : নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হল একই পরিবারের তিন জনের । মৃতদের নাম রাহুল শর্মা (18), রোহন শর্মা (15), রোহিত শর্মা (16)। খবর পেয়ে পুলিশ ডুবুরি নামিয়ে দেহগুলি উদ্ধার করেছে ।

রাহুলের বাড়িতে তার দুই ভাই বেড়াতে এসেছিল। আজ তারা মহম্মদবাজারের ময়ূরাক্ষী নদীতে স্নান করতে যায় ৷ তার মধ্যে একজন তলিয়ে যায় । তাকে বাঁচাতে গিয়ে আরও দুইজন তলিয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে মহম্মদবাজার থানার পুলিশ ৷ পরে ডুবুরি এসে দেহগুলি উদ্ধার করে । প্রথমে স্থানীয় প্যাটেল নগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন, রাজভবনের অতিরিক্ত মুখ্যসচিবকে তলবের নির্দেশ প্রত্যাহার হাইকোর্টের

রাহুল সদ্য ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেয়েছিল। কয়েকদিনের মধ্যে তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল ।

ABOUT THE AUTHOR

...view details