পাড়ুই, 21 জুন : একই পরিবারের বিষ খেয়ে আত্মঘাতী হলেন তিনজন (Three members of same family)। ঘটনাটি ঘটেছে পাড়ুই থানার মহুলা গ্রামে ৷ তাঁদের কাছ থেকে মিলেছে একটি সুইসাইড নোট ৷ পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলে অনুমান মৃতের দাদার ৷
জানা গিয়েছে, মহুলা গ্রামের বাসিন্দা প্রশান্ত পাত্রের সঙ্গে তাঁর বাবার অশান্তি বাঁধে ৷ সেই অশান্তির জেরেই প্রশান্ত ও তাঁর স্ত্রী তৃপ্তি পাত্র এবং ছেলে দীপ পাত্র বিষ খেয়ে আত্মঘাতী হয় (Died by Suicide) ৷ তাঁদের কাছ থেকে একটি সুইসাইড নোট (Suicide note) পাওয়া গিয়েছে । সুইসাইড নোটে পরিবারের 7 জনের নাম উল্লেখ করা হয়েছে ৷ অভিযুক্তদের কঠোর শাস্তির আবেদন করা হয়েছে নোটে ৷ এমনকী মৃতার দাদা কাশিনাথ ঘোষ জানান, বিষ খাওয়ার পর তাঁর বোন ফোন করে পারিবারিক অশান্তির কথা ও সুইসাইড নোট কোথায় রাখা আছে তাও বলেন (Three members of same family died by suicide in Parui)।