মাড়গ্রাম, 19 জুলাই : মাত্র 10 দিনের ব্যবধানে অজানা এক রোগে আক্রান্ত হয়ে 3 জন শিশুর মৃত্যু ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট মহকুমার মাড়গ্রাম পঞ্চায়েতের এঠালপাড়া এলাকায় । রোগের উপসর্গ বলতে বমি ও জ্বর, তারপরই মাত্র তিনদিনের মধ্যেই মৃত্যু হচ্ছে শিশুদের। আতঙ্ক এতটাই ছড়িয়ে পড়েছে এলাকায় যে এলাকার শিশুদের অন্যত্র সরিয়ে দিচ্ছে মা-বাবারা। খবর পেয়ে এলাকার স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার শুরু চলতি মাসের 5 তারিখ থেকে । আসাদুল শেখ নামে বছর পাঁচেকের এক শিশুকে পেটের ব্যথা ও বমি হচ্ছে বলে বসোয়া ব্লক প্রাথমিক কেন্দ্রে ভরতির করা হয় । সেখান থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় । 6 জুলাই শিশুটি মারা যায় । এরপর 15 জুলাই দুপুরে বমি ও পেটে ব্যথা নিয়ে নঈম শেখ কে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভরতি করা হয়। ভরতির মাত্র চার ঘণ্টার মধ্যে নঈম মারা যায় । গতকাল একইভাবে পেট ব্যথা ও বমি শুরু হয় আহিল শেখ নামের একটি চার বছরের শিশুর। একইভাবে প্রথমে বসোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে রামপুরহাট মেডিক্যাল কলেজে পাঠানো হয়। আজ রাতে শিশুটির মৃত্যু হয়। এই নিয়ে গত 10 দিনে একই এলাকায় মোট তিন শিশুর মৃত্যু হল । এবং এই অজানা রোগে আক্রান্ত প্রায় 8 থেকে 9 জন বলে এলাকাবাসী জানিয়েছে । স্বাস্থ্য দপ্তর মনে করছে যারা মারা গেছে তাঁদের মৃত্যুর কারণ সেপ্টিক শক্ কিংবা ফুড পয়জ়ন হতে পারে । এছাড়া কারণ হিসাবে কোরোনাও হতে পারে । বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর ।