পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অজানা রোগে 10 দিনে মৃত্যু তিন শিশুর, আক্রান্ত নয় জন

গত 10 দিনে একই এলাকায় মোট তিন শিশুর মৃত্যু হল । এবং এই অজানা রোগে আক্রান্ত প্রায় 8 থেকে 9 জন বলে এলাকাবাসী জানিয়েছে । স্বাস্থ্য দপ্তর মনে করছে যারা মারা গেছে তাঁদের মৃত্যুর কারণ সেপ্টিক শক্ কিংবা ফুড পয়জ়ন হতে পারে । এছাড়া কারণ হিসাবে কোরোনাও হতে পারে ।

By

Published : Jul 19, 2020, 8:03 PM IST

Three children die in 10 days due to unknown disease
অজানা রোগে 10 দিনে মৃত্যু তিন শিশুর

মাড়গ্রাম, 19 জুলাই : মাত্র 10 দিনের ব্যবধানে অজানা এক রোগে আক্রান্ত হয়ে 3 জন শিশুর মৃত্যু ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট মহকুমার মাড়গ্রাম পঞ্চায়েতের এঠালপাড়া এলাকায় । রোগের উপসর্গ বলতে বমি ও জ্বর, তারপরই মাত্র তিনদিনের মধ্যেই মৃত্যু হচ্ছে শিশুদের। আতঙ্ক এতটাই ছড়িয়ে পড়েছে এলাকায় যে এলাকার শিশুদের অন্যত্র সরিয়ে দিচ্ছে মা-বাবারা। খবর পেয়ে এলাকার স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার শুরু চলতি মাসের 5 তারিখ থেকে । আসাদুল শেখ নামে বছর পাঁচেকের এক শিশুকে পেটের ব্যথা ও বমি হচ্ছে বলে বসোয়া ব্লক প্রাথমিক কেন্দ্রে ভরতির করা হয় । সেখান থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় । 6 জুলাই শিশুটি মারা যায় । এরপর 15 জুলাই দুপুরে বমি ও পেটে ব্যথা নিয়ে নঈম শেখ কে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভরতি করা হয়। ভরতির মাত্র চার ঘণ্টার মধ্যে নঈম মারা যায় । গতকাল একইভাবে পেট ব্যথা ও বমি শুরু হয় আহিল শেখ নামের একটি চার বছরের শিশুর। একইভাবে প্রথমে বসোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে রামপুরহাট মেডিক্যাল কলেজে পাঠানো হয়। আজ রাতে শিশুটির মৃত্যু হয়। এই নিয়ে গত 10 দিনে একই এলাকায় মোট তিন শিশুর মৃত্যু হল । এবং এই অজানা রোগে আক্রান্ত প্রায় 8 থেকে 9 জন বলে এলাকাবাসী জানিয়েছে । স্বাস্থ্য দপ্তর মনে করছে যারা মারা গেছে তাঁদের মৃত্যুর কারণ সেপ্টিক শক্ কিংবা ফুড পয়জ়ন হতে পারে । এছাড়া কারণ হিসাবে কোরোনাও হতে পারে । বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর ।

মৃত শিশুর নঈম শেখের মা নার্জিশা বিবি বলেন, "মাত্র কয়েক ঘন্টা বমি করার পরে আমার ছেলে রামপুরহাট মেডিক্যাল কলেজে মারা গেছে। এলাকায় আমার ছেলের পরে আরো দুজন শিশু মারা গেছে ।" সমাজসেবী সাহারা মন্ডল বলেন " গত দশ দিনে আমাদের এলাকায় তিনটি শিশু এক অজানা রোগে মারা গেছে আমরা বিষয়টি রাজ্য স্তরের স্বাস্থ্য দপ্তরে জানিয়েছি । এলাকায় 137 জনের সোয়াব টেস্ট করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।"

মাড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ভুট্টু শেখ বলেন, "এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে গেছে আতঙ্কিত হয়ে বাবা-মা বাচ্চাদের আত্মীয়-স্বজনের বাড়ি পাঠিয়ে দিচ্ছে । খুব তাড়াতাড়ি স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করব যাতে এই সমস্যার সমাধান হয় ।" যদিও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এখনও এই বিষয়ে কোন বিবৃতি দেওয়া হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details