পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"অত্যন্ত উচিত পদক্ষেপ", নাগরিকত্ব বিল নিয়ে তথাগত রায়

ভারত গণতান্ত্রিক দেশ । প্রত্যেকের নিজের মতামত প্রকাশের স্বাধীনতা আছে । নাগরিকত্ব বিলের বিরুদ্ধে মতামত প্রকাশের স্বাধীনতা আছে । কিন্তু আমাদের মনে রাখতে হবে নাগরিকত্ব বিষয়টি সংবিধান অনুযায়ী পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ব্যাপার ৷ তাই যা করার কেন্দ্রীয় সরকার করবে । বললেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় ।

Tathagata Roy on NRC
তথাগত রায়

By

Published : Dec 9, 2019, 8:56 PM IST

Updated : Dec 9, 2019, 11:26 PM IST

শান্তিনিকেতন, 9 ডিসেম্বর: নাগরিকত্ব বিল নিয়ে কেন্দ্রকে সাধুবাদ জানালেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় । তিনি বলেন,"অত্যন্ত উচিত পদক্ষেপ, অনেক দিন আগে নেওয়া উচিত ছিল ।" আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে আলোচনা সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা বললেন মেঘালয়ের রাজ্যপাল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায় ও প্রমুখ ।

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, আজ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বিল নিয়ে সকাল থেকে উত্তাল লোকসভা কক্ষ । ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান বিলের বিরোধীরা । এদিন বিরোধীদের বিক্ষোভ প্রসঙ্গে তথাগত রায় বলেন, " ভারত গণতান্ত্রিক দেশ । প্রত্যেকের নিজের মতামত প্রকাশের স্বাধীনতা আছে । নাগরিকত্ব বিলের বিরুদ্ধে মতামতা প্রকাশের স্বাধীনতা আছে । কিন্তু আমাদের মনে রাখতে হবে নাগরিকত্ব বিষয়টি সংবিধান অনুযায়ী পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ব্যাপার অতয়েব যা করার কেন্দ্রীয় সরকার করবে । প্রতিবাদ যদি হয় তাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হবে । কোন রাজ্য সরকারের এবিষয়ে কিছু বলার এক্তিয়ার নেয় । সংবিধান সেটা উল্লেখ আছে ।"

হায়দরাবাদে যুবতিকে ধর্ষণ-খুনে অভিযুক্তদের এনকাউন্টার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, "অপরাধ মোকাবিলার এটা কোনও স্বাভাবিক উপায় হতে পারে না । কিছু ব্যতিক্রমী পরিস্থিতিতে এই রকম পদক্ষেপ নেওয়া যেতে পারে । যেখানে সাক্ষী পাওয়া যাবে না । বা যেখানে পুলিশ নিজেই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছে সেখানে এই পদক্ষেপ নেওয়া যেতে পারে । কিন্তু স্বাভাবিক ভাবে যেখানে এইরকম কোনও পরিস্থিতি নেই সেখানে এনকাউন্টার বা গণ-আদালত অত্যন্ত অনভিপ্রেত ।" হায়দরাবাদের এনকাউন্টার প্রসঙ্গে বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে সাংবাদিকরা তাঁকে ফের প্রশ্ন করলে তিনি বলেন, "বিচারব্যবস্থা দায়ি তো বটেই । বিচারব্যবস্থার সংস্কার খুব বড় আকারে দরকার । ফৌজদারি আদালতের সংস্কার দরকার ।"

Last Updated : Dec 9, 2019, 11:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details