পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রামপুরহাটে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত বৃদ্ধা - ব্ল্যাক ফাঙ্গাস

বীরভূমে খোঁজ মিলল ব্ল্যাক ফাংগাসের ভাইরাস মিলল এক বৃদ্ধার শরীরে ৷

latest news of black fungus
latest news of black fungus

By

Published : May 29, 2021, 11:29 AM IST

রামপুরহাট, 29 মে : বীরভূমে খোঁজ মিলল ব্ল্যাক ফাংগাস আক্রান্তের ৷ এক বৃদ্ধার শরীরে মিলল ব্ল্যাক ফাংগাসের ভাইরাস ৷ রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আপাতত চিকিৎসাধীন ওই বৃদ্ধা ৷

একেই করোনার থাবায় প্রাণ ওষ্ঠাগত ৷ এরই মধ্যে চিকিৎসা মহলে চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাংগাস ৷ রামপুরহাট মেডিকেল কলেজ সূত্রে খবর, 86 বছর বয়সী ওই বৃদ্ধা প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷

তাঁকে ভর্তি করা হয়েছিল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ৷ এরই মধ্যে তাঁর শরীরে মিলতে থাকে ব্ল্যাক ফাংগাসের একাধিক উপসর্গ ৷ তখন তাঁকে ওই হাসপাতাল থেকে স্থানান্তর করা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজে ৷

বীরভূমে ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্কে কি বললেন রামপুরহাটের সিএমওএইচ

আরও পড়ুন :আলাপনকে নিয়ে নাটকীয় সংঘর্ষের পথে কেন্দ্র ও রাজ্য

সেখানেই নানা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা নিশ্চিত হন ওই বৃদ্ধা ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত ৷ একই সঙ্গে ওই বৃদ্ধার রয়েছে ডায়াবেটিস এবং কিডনির মতন একাধিক জটিল সমস্যাও ৷

এমতাবস্থায় ওই রোগীকে নিয়ে বেশ চিন্তিত চিকিৎসকেরা ৷ যদিও আশা জাগাচ্ছে স্বাস্থ্য দফতর ৷

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনা ও ব্ল্যাক ফাংগাস দুই রোগের সঙ্গেই যাতে লড়াই করা যায় সেই প্রস্তুতিই নিচ্ছে রাজ্য সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details