রামপুরহাট, 29 মে : বীরভূমে খোঁজ মিলল ব্ল্যাক ফাংগাস আক্রান্তের ৷ এক বৃদ্ধার শরীরে মিলল ব্ল্যাক ফাংগাসের ভাইরাস ৷ রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আপাতত চিকিৎসাধীন ওই বৃদ্ধা ৷
একেই করোনার থাবায় প্রাণ ওষ্ঠাগত ৷ এরই মধ্যে চিকিৎসা মহলে চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাংগাস ৷ রামপুরহাট মেডিকেল কলেজ সূত্রে খবর, 86 বছর বয়সী ওই বৃদ্ধা প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷
তাঁকে ভর্তি করা হয়েছিল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ৷ এরই মধ্যে তাঁর শরীরে মিলতে থাকে ব্ল্যাক ফাংগাসের একাধিক উপসর্গ ৷ তখন তাঁকে ওই হাসপাতাল থেকে স্থানান্তর করা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজে ৷