পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসল দোষীদের আড়াল করতে সুপ্রভাতকে গ্রেপ্তার করেছে : রামকৃষ্ণ রায়

"এই প্রশাসন ও তৃণমূলের কর্মীরা যারা আসল দোষী তাদের আড়াল করার জন্য প্রথমার বাবাকে গ্রেপ্তার করেছে।"

রামকৃষ্ণ রায়

By

Published : Feb 17, 2019, 9:35 PM IST

লাভপুর, ১৭ ফেব্রুয়ারি : "আসলে এটাই স্বাভাবিক। কারণ এই প্রশাসন ও তৃণমূলের কর্মীরা যারা আসল দোষী তাদের আড়াল করার জন্য প্রথমার বাবাকে গ্রেপ্তার করেছে।" সুপ্রভাত বটব্যালের গ্রেপ্তারি প্রসঙ্গে একথা বললেন বীরভূম জেলা BJP সভাপতি রামকৃষ্ণ রায়।

আজ সকালে উত্তরবঙ্গের ডালখোলা স্টেশনের কাছ থেকে লাভপুরের অপহৃত যুবতি প্রথমা বটব্যালকে উদ্ধার করে লাভপুর থানার পুলিশ। দু'জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, BJP নেতা সুপ্রভাত বটব্যাল রাজনৈতিক অ্যাজেন্ডা থেকে বাঁচতে পরিকল্পনা করে নিজের মেয়েকে অপহরণের নাটক করেন। অপহরণকারীরা তাঁর পূর্ব পরিচিত। এমন কী, অপহরণের আগেরদিন দুষ্কৃতীদের সঙ্গে সুপ্রভাতবাবু বোলপুরে দেখাও করেন। তাই, সুপ্রভাতকেও গ্রেপ্তার করা হয়।

এপ্রসঙ্গে BJP জেলা সভাপতি বলেন, "তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য বাবার দিকে আঙুল তোলা হচ্ছে। কী করব তা পরে আলোচনা করে ঠিক করব। কাল থেকেই আমাদের সন্দেহ হচ্ছিল আসল দোষীদের আড়াল করার জন্য ওরা একটা পরিকল্পনা করছে। আর তাই বাবাকে গ্রেপ্তার করল। এটা প্রথম নয়, এর আগেও তৃণমূলের লোকজন ওঁর উপর হামলা করেছে। উনি পঞ্চায়েত ভোটের আগে BJP-তে যোগ দিয়েছিলেন। তারপর থেকে তাঁর উপর অনেক আক্রমণ হয়েছে। বাড়িতে আক্রমণ হয়েছে। হুমকি দেওয়া হয়েছে। POCSO মামলাতে ফাঁসানো হয়েছে। বারবার আক্রমণ করা হয়েছে। আমরা আশঙ্কা করছি, তৃণমূলের মতামত নিয়েই এমন করা হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details