বোলপুর, 10 জুলাই : চুরি করতে এসে মেলেনি কিছুই । বাড়িতে কিছু না পেয়ে আগুন লাগিয়ে পালাল দুষ্কৃতীরা । বোলপুরের 9 নম্বর ওয়ার্ডের স্কুলবাগান এলাকার ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ও দমকল । ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না ।
বাড়িতে কিছুই নেই, আগুন লাগিয়ে পালাল 'ক্ষিপ্ত' চোরের দল - firebriged
চুরি করতে এসে কিছু না পেয়ে বাড়িতে আগুন লাগিয়ে পালাল দুষ্কৃতীরা । বোলপুরের 9 নম্বর ওয়ার্ডের স্কুলবাগান এলাকার ঘটনা ।
বাড়িতে কিছুই নেই, আগুন লাগিয়ে পালাল 'ক্ষিপ্ত' চোরের দল
বাড়ির বাসিন্দা সুব্রত বিশ্বাস জানান, কর্মসূত্রে প্রায়ই তাঁরা বাড়ির বাইরে থাকতেন । গতকাল রাতে বাড়ির দুটি তালা ভেঙে চুরি করতে ঢোকে চোর । বাড়িতে মূল্যবান কিছু না পাওয়ায় আগুন লাগিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।
আগুন জ্বলতে দেখে বেরিয়ে আসেন প্রতিবেশীরা । খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । ঘটনার তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ ।
Last Updated : Jul 10, 2019, 1:44 PM IST