বোলপুর, 24 এপ্রিল : অক্সিজেনের ঘাটতি মেটাতে একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার ৷ আজ বোলপুরে কর্মিসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে রাজ্য সরকার 5 হাজার অক্সিজেন সিলিন্ডার কেনার পরিকল্পনা করেছে বলে জানালেন তিনি ৷ পাশাপাশি সাধারণ মানুষ যাতে জরুরি অবস্থায় ছোট মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার কিনতে পারেন, সেই ব্যবস্থাও করছে রাজ্য সরকার ৷
আজ বোলপুরে অক্সিজেনের ঘাটতি নিয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন বাংলায় তৈরি অক্সিজেন উত্তরপ্রদেশ ও গুজরাতে পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা ৷ তাঁর অভিযোগ, করোনা রোগীদের ক্ষেত্রে জীবনদায়ী ওষুধ উত্তরপ্রদেশ ও গুজরাতে বেশি বেশি করে মজুত করা হচ্ছে ৷ কেন্দ্র সরকার পরিকল্পিতভাবে অবিজেপি রাজ্যগুলিতে ওষুধ ও অক্সিজেনের ঘাটিত তৈরি করছে ৷