পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাঁইথিয়া সাব স্টেশনে ভয়াবহ আগুন, অন্ধকারে 2 ব্লক - fire at sainthia sub station

সাঁইথিয়া শহরের মধ্যেই রয়েছে বিদ্যুতের সাব স্টেশন । এখান থেকেই গোটা শহরে বিদ্যুৎ সরবারহ করা হয় ৷ আজ সন্ধ্যা নামার মুহুর্তে আগুন ধরে যায় এই পাওয়ার স্টেশনে ।

সাঁইথিয়া সাব স্টেশন
সাঁইথিয়া সাব স্টেশন

By

Published : Aug 27, 2020, 9:06 PM IST

Updated : Aug 27, 2020, 10:25 PM IST

সাঁইথিয়া, 27 আগস্ট : ভর সন্ধ্যায় সাঁইথিয়া বিদ্যুৎ বিভাগের সাব স্টেশনে আগুন । দমকলের 3 টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । সাবস্টেশনে আগুন লাগায় সম্পূর্ণ সাঁইথিয়া শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । শর্ট সার্কিট থেকে এই আগুন বলে অনুমান করছে দমকল বাহিনী ।

সাঁইথিয়া শহরের মধ্যেই রয়েছে বিদ্যুতের সাব স্টেশন । এখান থেকেই গোটা শহরে বিদ্যুৎ সরবারহ করা হয় ৷ আজ সন্ধ্যা নামার মুহুর্তে আগুন ধরে যায় এই পাওয়ার স্টেশনে । সিউড়ি ও বোলপুর থেকে দমকলের 3টি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । এই পাওয়ার স্টেশন থেকে সাঁইথিয়া ব্লক ও ময়ূরেশ্বর ব্লকে বিদ্যুৎ সরবরাহ হত । বর্তমানে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে ৷

সাঁইথিয়া সাব স্টেশনে ভয়াবহ আগুন

পুলিশ প্রশাসন ও বিদুৎ দপ্তরের তরফে এলাকায় মাইকের মাধ্যমে ঘোষণা করা হচ্ছে । অস্থায়ীভাবে বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা, এমনকী সতর্ক করা হচ্ছে মানুষজনকে । তবে কবে বিদুৎ পরিষেবা সচল হবে, স্পষ্ট করে কেউ বলতে পারছেন না৷ দুটি থানা এলাকা বিদুৎহীন হওয়ায় চরম সমস্যায় মানুষজন । সন্ধ্যায় আগুনের ফুলকি দেখে দমকলে খবর দেওয়া হয় । পুলিশ ও দমকল কর্মীদের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

Last Updated : Aug 27, 2020, 10:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details