পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tarasankar Bandyopadhyay: রবীন্দ্রনাথের পর সাহিত্যে দ্বিতীয় নোবেল পেতেন তারাশঙ্কর, প্রয়াণে হাতছাড়া ইতিহাস - Birbhum News

রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) পর সাহিত্যে দ্বিতীয় নোবেলের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের (Tarasankar Bandyopadhyay) নাম প্রস্তাব হয়েছিল ৷ তবে তিনি প্রয়াত হওয়ায় আর নোবেল আসেনি ৷ সেই আক্ষেপ থাকলেও গর্বিত সাহিত্যিকের পরিবার ৷

tarashankar bannerjee
রবীন্দ্রনাথের পর সাহিত্যে দ্বিতীয় নোবেল পেতেন তারাশঙ্কর, প্রয়াণে হাতছাড়া ইতিহাস

By

Published : Oct 10, 2022, 10:13 PM IST

Updated : Oct 11, 2022, 8:02 AM IST

লাভপুর, 10 অক্টোবর:1971 সালে সাহিত্যে নোবেল পুরষ্কারের জন্য নাম প্রস্তাব হয়েছিল গ্রামবাংলার সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের (Tarasankar Bandyopadhyay)৷ সেই বছরই প্রয়াত হন তিনি । মরণোত্তর নোবেল দেওয়া হয় না, তাই সাহিত্যে দ্বিতীয় নোবেল পদকটি (Nobel laureate) আর ভারতে আসেনি । এতকাল পর সেই তালিকা প্রকাশ করেছে সুইডিশ নোবেল কমিটি ৷ তাতেই একদিকে যেমন আক্ষেপ, অন্যদিকে গর্বিত সাহিত্যিকের পরিবার ও বীরভূমবাসী ৷

1998 সালের 23 জুলাই বীরভূম (Birbhum News) জেলার লাভপুরে জন্মগ্রহণ করেন প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় । তাঁর কলমে ফুটে ওঠে গ্রামবাংলার নিঁখুত চিত্র থেকে শুরু করে ক্ষয়িষ্ণু জমিদার বাড়িগুলির ইতিহাস । তাঁর লেখা 65টি উপন্যাস, 53টি ছোটগল্প, 12টি নাটক, 4টি প্রবন্ধ-সহ স্মৃতিকথা, ভ্রমণকাহিনী, কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে । তাঁর প্রখ্যাত উপন্যাস 'হাঁসুলি বাঁকের উপকথা' ৷ আজও সেই হাঁসুলি বাঁক দেখতে যান বহু মানুষ । 'আরোগ্য নিকেতন' উপন্যাসের জন্য 1955 সালে রবীন্দ্র পুরষ্কার, পরে এক এক করে সাহিত্য আকাদেমি, 'গণদেবতা' উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরষ্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান পেয়েছেন ।

1971 সালে সাহিত্য আকাদেমির তৎকালীন সম্পাদক কৃষ্ণ কৃপালনী সাহিত্যে নোবেল পদকের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিলেন ৷ সেই বছরই 14 সেপ্টেম্বর প্রয়াত হন প্রখ্যাত সাহিত্যিক । মরণোত্তর নোবেল পদক যেহেতু দেওয়া হয় না, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরে ভারতে সাহিত্যে দ্বিতীয় নোবেল পদকটি আর এল না ৷

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি

এতকাল সুইডিশ নোবেল কমিটি নোবেল প্রাপকদের নাম প্রকাশ করেছে ৷ এ বার যাঁদের নাম মনোনীত হয়েছিল, তাঁদের নামের তালিকাও প্রকাশ করা হয় ৷ তাতেই 51 বছর পর দেখা গেল বীরভূমের লাভপুরের গ্রামবাংলার সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল নোবেল পদকের জন্য ৷ এতে একদিকে যেমন আক্ষেপ রয়েছে সাহিত্যিকের পরিবার থেকে শুরু করে সাহিত্য জগতের মানুষজনের, অন্যদিকে গ্রামবাংলার এই সাহিত্যিককে নিয়ে গর্বিতও সকলে ৷

আরও পড়ুন:অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পাচ্ছেন তিন গবেষক

লাভপুরে তাঁর ভিটে বাড়ি আজও রয়েছে ৷ বাড়ি থেকে কিছুটা দূরে তাঁদের বৈঠকখানাটির নাম দেওয়া হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসের নামানুসারে 'ধাত্রীদেবতা'। সেখানে একটি সংগ্রহশালা তৈরি করা হয়েছে ৷ সাহিত্যিকের ব্যবহৃত সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন চিঠিপত্রাদি রাখা রয়েছে সেই সংগ্রহশালায় ৷

সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বাসুদেব বন্দ্যোপাধ্যায় বলেন, "এই বাড়িতে বহু গুণী মানুষেরা এসেছেন ৷ কাজি নজরুল ইসলামও এসেছেন ৷ যখন নোবেলের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব হয়, তখন আমি যুবক ৷ আক্ষেপ আছেই, সেই সময় ঈশ্বর তাঁকে ডেকে নিলেন । কিন্তু, আমরা গর্বিতও এই নিয়ে ৷"

স্থানীয় সাহিত্যিক ও নাট্যব্যক্তিত্ব উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, "তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীর সময় যখন এই কথা জানতে পারছি এটা একটা বড় উপহার ৷ আক্ষেপের বিষয় রবীন্দ্রনাথের পর আরও একজন বাঙালির হাত ধরে সাহিত্যে নোবেল আসতো ৷ পাশাপাশি আমাদের অহংকার বাংলা সাহিত্যের সেই ক্ষমতা আছে বারবার নোবেল কমিটির দ্বারে গিয়ে ক্ষমতা জাহির করার ।"

Last Updated : Oct 11, 2022, 8:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details