পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tarapith Temple : আগামী বুধবার থেকে খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির - বীরভূম

আগামী 16 জুন, অর্থাৎ বুধবার থেকেই খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির ৷ করোনা আবহে যাবতীয় বিধিনিষেধ মেনেই মন্দিরে ঢুকতে হবে দর্শনার্থীদের ৷ সোমবার আয়োজিত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন তারাপীঠ মন্দির কমিটির সদস্য়রা ৷

Tarapith temple reopening from 16th June onwards
Tarapith Temple : আগামী বুধবার থেকে খুলে যাচ্ছে তারাপীঠের মন্দির

By

Published : Jun 14, 2021, 4:16 PM IST

তারাপীঠ, 14 জুন :দর্শনার্থীদের জন্য সুখবর ৷ আগামী 16 জুন, অর্থাৎ বুধবার থেকেই খুলে যাচ্ছে তারাপীঠের মন্দির ৷ সোমবার একটি বৈঠকের পর এমনটাই জানিয়েছেন মন্দির কমিটির প্রতিনিধিরা ৷ তবে করোনা আবহে মন্দিরে ঢোকার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে ৷ দর্শনার্থীদের কঠোরভাবে সেসব মেনে চলতে হবে ৷

এদিনের বৈঠকের পর তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্য়ায় সাংবাদিকদের বলেন, ‘‘অন্য়ান্য় সময় প্রতিদিন হাজার হাজার মানুষ তারাপীঠে আসেন ৷ ভক্তরা এলে তবেই ব্য়বসা জমে হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে ফুল বিক্রেতা, মিষ্টি বিক্রেতাদের ৷ কিন্তু রাজ্য়জুড়ে বিধিনিষেধ থাকায় মন্দিরে ভক্ত সমাগম বন্ধ ৷ ফলে মাথায় হাত পড়েছে এইসব মানুষগুলোর ৷ ভক্তরাও মায়ের দর্শন করতে পারছেন না ৷ আর এই কারণেই আমরা মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷’’

যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই ঢুকতে হবে মন্দির চত্বরে ৷

তবে মন্দির খুললেই করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা ৷ তাই সতর্ক রয়েছে মন্দির কর্তৃপক্ষও ৷ তারাপীঠের মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও আপাতত গর্ভগৃহে ঢুকতে পারবেন না তাঁরা ৷ মন্দির চত্বরে মাস্ক না পরে প্রবেশ করা যাবে না ৷ মানতে হবে শারীরিক দূরত্বের বিধিও ৷ তাছাড়া, নিয়মিত হাত স্য়ানিটাইজ করারও ব্যবস্থা রাখা হবে ৷

আরও পড়ুন :আজ থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ হল তারাপীঠ মন্দির

মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি স্থানীয় ব্য়বসায়ীরা ৷ তাঁদের আশা, করোনার প্রকোপ কিছুটা কমায় মন্দিরে জনসমাগম ধীরে ধীরে বাড়বে ৷ আর পুজো দিতে আসা লোকজনের আনাগোনা বাড়লেই ছন্দ ফিরবে ব্যবসা ৷ তবে আশঙ্কাও আছে ৷ যতদিন না গণপরিবহণ সম্পূর্ণ স্বাভাবিক হচ্ছে, ততদিন মন্দিরে ভিড় তেমন হবে না ৷ আবার বেশি ভিড় হলে বাড়বে সংক্রমণের ভয় ৷ সব মিলিয়ে আশা-আশঙ্কার দোলাচলে তারাপীঠের হোটেল ব্য়বসায়ী ও মন্দিরের আশপাশে থাকা দোকানদাররা ৷

ABOUT THE AUTHOR

...view details