তারাপীঠ, 6 জুলাই: মহুয়া মৈত্রের(Mahua Moitra)মন্তব্যকে ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি । দেবী কালীকে নিয়ে সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্যে ঘিরে বিতর্ক ছড়িয়েছে । যদিও এর দায় নেয়নি তৃণমূল । দলের তরফে টুইট বার্তায় বলা হয়, একটি বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে করা মহুয়া মৈত্রর মন্তব্য সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত এবং দল কোনওভাবে ওই মন্তব্যের সমর্থন করে না ।
আর এদিন মহুয়া মৈত্রের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "তন্ত্র মতে পুজো হলে মায়ের ভোগে মাংস থাকবে । এই মাংস হবে মন্দির ভিতরে বলিদানের পাঁঠার মাংস । তার সঙ্গে থাকবে কারনসুধা ও মৎস্য । এইভাবে ভোগ দিয়ে প্রাচীনকাল থেকে মা-তারাকে আরাধনা করা হচ্ছে । একইভাবে নিরামিষ ভোগ দিয়েও পুজোও দেওয়া হয় মাকে ।"(Tarapith Mandir president on Mahua Moitra Remark Row)