তারাপীঠ, 24 অক্টোবর:আজ কালীপুজো (Kali Puja) । তারাপীঠে (Tarapith) এদিন মা তারাকে কালী রূপে পুজো করা হয় । তারাপীঠে মা তারা অধিষ্ঠাত্রি দেবী । সব দেবীর উর্দ্ধে মা তারা । তাই তারাপীঠে কোনও দেবী মূর্তি পুজোর চল নেই । মা তারাকে সামনে রেখেই সমস্ত দেবী মূর্তির পুজো করা হয় সিদ্ধপীঠ তারাপীঠে । দীপান্বিতা কালীপুজোর তিথিতে তাই মা তারাকেও শ্যামা রূপে পুজো করা হয় ।
এদিন মায়ের নিত্য পূজার্চনার পাশাপাশি শ্যামা রূপে মা তারাকে বিশেষ পুজো করা হবে । আর পাঁচটা দিনের মতো মা তারাকে এদিন ভোরবেলা স্নান করানো হয় । এরপরে মা তারাকে অষ্টধাতুর মুখাভরন, মুণ্ডমালা, মুকুট, সোনার অলঙ্কার, ডাকের সাজ ও ফুল-মালা দিয়ে শ্যামা রূপে সাজানো হয় । এরপর শুরু হয় মঙ্গলারতি ।