পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোখ বুজিয়ে দিয়ে CPI(M)-কে ব্যবস্থা করতে পারছিস না: অনুব্রত - নানুর

নানুরে দলের বুথ ভিত্তিক কর্মীসভা থেকে তিনি স্থানীয় নেতার উদ্দেশে বলেন, "CPI(M)-কে ব্য়বস্থা করতে পারছিস না? কথা বলে, চোখ বুজিয়ে দিয়ে। অনেক রকম তো হয়।"

অনুব্রত মণ্ডল

By

Published : Mar 15, 2019, 6:01 PM IST

নানুর, ১৫ মার্চ : ফের বিতর্কে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। লোকসভা ভোটে CPI(M) সমর্থকদের কী ভাবে ব্যবস্থা নেওয়া যায়, স্থানীয় নেতাকে সেই নির্দেশ দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন। নানুরে দলের বুথ ভিত্তিক কর্মীসভা থেকে তিনি স্থানীয় নেতার উদ্দেশে বলেন, "CPI(M)-কে ব্য়বস্থা করতে পারছিস না? কথা বলে, চোখ বুজিয়ে দিয়ে। অনেক রকম তো হয়।"

নির্বাচন এলেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিরোধীদের উদ্দেশ্যে একাধিক মন্তব্য, কটাক্ষ করতে শোনা যায় অনুব্রতকে। আজ ফের তাঁর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে।

আজ নানুরের চণ্ডীদাস মঞ্চে ছিল দলের বুথ ভিত্তিক কর্মীসভা। সেখানে যোগ দেন অনুব্রত। পূর্বের সভাগুলির মতো আজও নানুরের অঞ্চল সভাপতিদের এক এক করে অনুব্রত জিজ্ঞাসা করেন, কোন অঞ্চল কত লিড পাবে।

একইভাবে নানুরের কড়েয়া দুই নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি কচি শেখকে দাঁড় করিয়ে অনুব্রত জিজ্ঞাসা করেন, "CPI(M) আছে?" উত্তর আসে, "কিছুটা আছে।" সেটা শুনেই অনুব্রত বলেন, "ব্যবস্থা করতে পারছিস না? ভালোবাসা দিয়ে। বুদ্ধি দিয়ে। যুক্তি দিয়ে। পরামর্শ দিয়ে। গিয়ে কথা বলে। চোখ বুজিয়ে দিয়ে। অনেক রকম তো হয়। করছিস না কেন? বোঝা বোঝা। এখনকার লোক সব বুঝে যাবে। মমতা ব্যানার্জির উন্নয়নটা যে বাড়ি বাড়ি পৌঁছে গেছে, সেটা বললেই মানুষ মেনে নেবে।"

অনুব্রতর মন্তব্যের নিন্দা করে CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম বলেন, অনুব্রত মণ্ডল কোনও আইনকানুন কোনওদিনই মানেননি। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে আইন ছাড়া কিছু মানেন না। নির্বাচন কমিশনের স্বতঃপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details