13 অক্টোবর, বোলপুর: গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের নামে-বেনামে সম্পত্তির খতিয়ান ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ৷ এখনও পর্যন্ত তদন্তে সিবিআই আধিকারিকেরা তাঁর যে সম্পত্তির হদিশ পেয়েছেন, তা আসানসোল আদালতে চার্জশিট আকারে জমা দিয়েছেন । এক নজরে দেখে নেওয়া যাক সেই সব সম্পত্তির খতিয়ান - গরুপাচার মামলার তদন্তে নেমে একে একে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে আসে অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির নথি ৷ এই সম্পত্তি হয়েছে 2012 সাল থেকে । অর্থাৎ, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে ।
2015-22 সাল পর্যন্ত অনুব্রত মণ্ডল জমি কিনেছেন 7 কোটি 71 লক্ষ 80 হাজার 500 টাকার ৷ যার বর্তমান বাজার দর (Market Value) 12 কোটি 3 লক্ষ 32 হাজার 147 টাকা । 2014-22 সাল পর্যন্ত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ও প্রয়াত স্ত্রীর ছবি মণ্ডলের নামে 'যৌথ ভাবে' বোলপুরের কালিকাপুর মৌজায় ভাগে ভাগে মোট 295 শতক জমি কেনা হয়েছে 75 লক্ষ টাকার বিনিময়ে । যার বর্তমান বাজার দর 2 কোটি 39 লক্ষ 22 হাজার 150 টাকা ।
অনুব্রত মণ্ডল নিজের নামে বোলপুরের গয়েশপুর মৌজায় ভাগে ভাগে 304 শতক, কালিকাপুর মৌজায় 35.55 শতক, বোলপুর মৌজায় 2.50 শতক, খোসকদমপুর মৌজায় 24 শতক জমি কিনেছেন ৷ যার দাম দিয়েছেন 1 কোটি 41 লক্ষ 50 হাজার 800 টাকা । যার বর্তমান বাজার দর 3 কোটি 77 লক্ষ 84 হাজার 170 টাকা ৷
আরও পড়ুন: ফের অনুব্রতর কন্যা ও ভাগ্নেকে তলব করল সিবিআই
মেয়ে সুকন্যা মণ্ডলের নামে বোলপুরের কালিকাপুর মৌজায় ভাগে ভাগে 398.01 শতক, খোসকদমপুর মৌজায় 9 শতক, বল্লভপুর মৌজায় 62 শতক, মকরমপুর মৌজায় 2.03 শতক জমি কিনেছেন ৷ যার মূল্য 1 কোটি 48 লক্ষ 42 হাজার 500 টাকা । বর্তমান বাজার দর হল 2 কোটি 91 লক্ষ 34 হাজার 997 টাকা ৷
2013-16 সাল থেকে কেনা অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডলের নামেও রয়েছে বহু জমি । বোলপুরের কালিকাপুর মৌজায় 60.01 শতক, বোলপুর মৌজায় 3 শতক, গয়েশপুর মৌজায় 32.04 শতক জমি রয়েছে । যা 78 লক্ষ 10 হাজার 250 টাকায় কেনা হয়েছিল । যার বর্তমান বাজার দর 1 কোটি 32 লক্ষ 7 হাজার 607 টাকা ।
জমি ছাড়াও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুব্রত মণ্ডল, মেয়ে সুকন্যা মণ্ডল, ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের নামে রয়েছে ফিক্সড ডিপোজিট ৷ রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কের সল্টলেক শাখায় দু'টি পৃথক অ্যাকাউন্টে অনুব্রত মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে 5 কোটি 27 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে ৷ যার মধ্যে অনুব্রত মণ্ডলের নামে 1 কোটি 28 লক্ষ 18 হাজার 99 টাকার ফিক্সড ডিপোজিট । বাকিটা মেয়ের নামে ৷ এছাড়া, তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা আরও তথ্য পেয়েছেন ৷ তা হল- রাষ্ট্রায়ত্ত দু'টি ব্যাঙ্কের বোলপুর, সিউড়ি শাখায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল-সহ ভোলেবোম রাইস মিল, শিবশম্ভু রাইস মিল, মা কালি ট্রেডার্স ও এএনএম অ্যাগ্রোনমি ফুড প্রাইভেট লিমিটেড কোম্পানির নামে অ্যাকাউন্টে যথাক্রমে 5 কোটি 27 লক্ষ, 4 কোটি 57 লক্ষ, 7 কোটি 13 লক্ষ, 1 কোটি 12 লক্ষ, 18 কোটি 9 লক্ষ টাকা রয়েছে । মোট 36 কোটি 18 লক্ষ টাকা রয়েছে পৃথক অ্যাকাউন্টগুলিতে ৷