সিউড়ি (বীরভূম), 27 এপ্রিল: গরুপাচার মামলায় বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে ৷ এই নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, "বাবার সঙ্গে মেয়ের থাকার ইচ্ছে হয়েছে, তাই গ্রেফতার হয়েছে ।’’
গত 23 এপ্রিল বীরভূমের সিউড়ি থানার পুরন্দপুরের বেহিরা কালী মন্দির সংলগ্ন এলাকায় ভুবন মণ্ডল নামে এক সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ ওই ঘটনায় খুনের অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি ৷ বৃহস্পতিবার সাধু-সন্ন্যাসীদের সঙ্গে নিয়ে এই ইস্যুতে মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার পর পথসভা করেন ৷ সেই পথসভা শেষে শুভেন্দু এই মন্তব্য করেন ৷
প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে গত বছরের গোড়া থেকেই সিবিআইয়ের নজরে ছিলেন অনুব্রত মণ্ডল ৷ অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ তিনি বহুবার এড়ান ৷ কিন্তু 2022 সালের 11 অগস্ট তাঁকে বীরভূমের বোলপুরে নিচুপট্টির বাড়ি থেকেই গ্রেফতার করে সিবিআই ৷ সেই গ্রেফতারির মাস কয়েক পর একই মামলায় তাঁকে হেফাজতে নিতে সচেষ্ট হয় ইডি ৷ তার পরও বিস্তর টালাবাহানা করেন অনুব্রত ৷ শেষ পর্যন্ত গত মার্চে তাঁকে হেফাজতে নিয়ে দিল্লি চলে যায় ইডি ৷