পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari Tweets: 'তৃণমূলের গুন্ডাবাহিনীর জন্য বাতিল বিশ্বভারতীর সমাবর্তন', অভিযোগ শুভেন্দুর - শুভেন্দু অধিকারী

বাতিল বিশ্বভারতীর সমাবর্তন উৎসব ৷ এর জন্য তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari accuses TMC for Visva Bharati) ৷

Suvendu Adhikari
ETV Bharat

By

Published : Dec 9, 2022, 8:48 AM IST

শান্তিনিকেতন, 9 ডিসেম্বর: পৌষমেলা নিয়ে বিতর্কের ফলে স্থগিত রইল বিশ্বভারতীর সমাবর্তন উৎসব ৷ এই ঘটনার পিছনে শাসক তৃণমূলের গুন্ডাবাহিনী রয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এই বিষয়ে টুইট করেন । তাতে তিনি লেখেন, "দুর্ভাগ্যজনক ! উপাচার্যকে জোর করে 15 দিনের জন্য তাঁর বাড়িতে বন্দি করে রাখা হয়েছে ৷ এর ফলেই বাতিল বিশ্বভারতীর সমাবর্তন উৎসব ৷ অনুষ্ঠান হলে বিশ্বভারতীর ঐতিহ্যের জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারতেন ৷"

উপাচার্যের বাড়ির বাইরে বিক্ষোভ প্রসঙ্গে তিনি লেখেন,"24 নভেম্বর থেকে উপাচার্যের বাড়ির বাইরে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা তৃণমূলের গুন্ডাদের দ্বারা সমর্থিত ৷" এই ঘটনার জন্য রাজ্য পুলিশের উপর দায় চাপান বিরোধী দলনেতা ৷ তিনি আরও লেখেন, "বাংলার পুলিশের অসহযোগিতার জন্য ক্যাম্পাসে কখনও স্বাভাবিক পরিস্থিতি ফিরবে না ৷ পশ্চিমবঙ্গের মর্যাদা মাটিতে মিশে গিয়েছে ৷ কলঙ্কিত হয়েছে বিশ্বভারতীর ঐতিহ্য ৷"

আরও পড়ুন: আন্দোলনে অনড় ছাত্ররা, বিশ্বভারতীর সমাবর্তন স্থগিত রাখল কর্তৃপক্ষ

ABOUT THE AUTHOR

...view details