সিউড়ি, 25 এপ্রিল : বগটুই গণহত্যা কাণ্ডে ধৃত দুই নাবালককে জামিন দিল সিউড়ি জুভেনাইল কোর্ট (Suri juvenile court grants bail of two minor in Bagtui massacre case)। গত 22 মার্চ রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের পরই নারকীয় হত্যালীলার ঘটনায় শিরোনামে এসেছিল বগটুই ৷ গণহত্যায় 9 জনের মৃত্যুর ঘটনায় রাতারাতি চর্চায় উঠে আসে বীরভূমের বগটুই ৷ হাইকোর্টের নির্দেশে পরবর্তীতে বগটুই-কাণ্ডে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ।
রামপুরহাট-1 নম্বর ব্লকের তৃণমূলের উপপ্রধান আনারুল হোসেন-সহ মোট 28 জনকে গ্রেফতার করা হয় ৷ তাদের মধ্যে ছিল দুই নাবালকও ৷ সোমবার সিউড়ি জুভেনাইল কোর্টে জামিনে মুক্ত হয় দুই ধৃত নাবালক। সরকারি আইনজীবী অনিন্দ্য সুন্দর বলেন, "সিবিআইয়ের আইনজীবী জামিনে আপত্তি জানালেও বিচারক এই ঘটনায় তাদের সেরকম ভূমিকা না থাকায় জামিন মঞ্জুর করেছেন ৷"