শান্তিনিকেতন, 17 অগাস্ট : ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন আশ্রমিক ও পড়ুয়াদের একাংশ ৷ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর ৷ বলেন, "সারা বিশ্বভারতীতে রবীন্দ্র আদর্শ বিরোধী কাজকর্ম চলেছে ৷ এখন কোথায় রবীন্দ্র আদর্শ অনুযায়ী কাজ হচ্ছে ? কোথাও হচ্ছে না ৷ রবীন্দ্র আদর্শের কথা না বলাই ভালো ৷ "
বিশ্বভারতীর আশ্রমিক, অধ্যাপক-অধ্যাপিকা, পড়ুয়া, রবীন্দ্র অনুরাগী মানুষজনের একটা বড় অংশ বারবার অভিযোগ তুলছেন বিশ্বভারতীকে অচলায়তনে পরিণত করা হচ্ছে । তাঁদের বক্তব্য, ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া রবীন্দ্র আদর্শ বিরোধী । বিশ্বভারতী কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র সুপ্রিয় ঠাকুরও । বলেন, " নিরাপত্তার জন্য অনেক জায়গায় পাঁচিল দেওয়া হচ্ছে । কিন্তু, পৌষমেলার মাঠ কেন পাঁচিল দিয়ে ঘেরা হচ্ছে বুঝতে পারছি না । আমি এটা সমর্থন করি না ।" তিনি আরও বলেন, "রবীন্দ্র আদর্শের কথা না বলাই ভালো ।"