পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sumit Mondal : বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন অনুব্রত মণ্ডলের ভাইপো সুমিত - Anubrata Mondal

তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সম্পর্কিত ভাইপো হিসেবে পরিচিত সুমিত মণ্ডল ওরফে বুলেট । গত লোকসভা নির্বাচনে এরাজ্যে ফল ভাল করে বিজেপি । তারপরেই বিজেপিতে যোগ তাঁর ৷ তবে আজ ফের তৃণমূলে ফিরলেন তিনি ৷ ব্যক্তিগত কারণেই তাঁর ফিরে আসা বলে জানান সুমিত ৷

দলে ফিরলেন অনুব্রত মণ্ডলের সম্পর্কিত ভাইপো সুমিত
দলে ফিরলেন অনুব্রত মণ্ডলের সম্পর্কিত ভাইপো সুমিত

By

Published : Aug 28, 2021, 8:13 PM IST

Updated : Aug 28, 2021, 9:53 PM IST

বোলপুর, 28 অগস্ট : বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন অনুব্রত মণ্ডলের ভাইপো সুমিত মণ্ডল । লোকসভা নির্বাচনের পরে পরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি । যা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছিল । এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ হাত ধরে ফের তৃণমূলে যোগ দেন তিনি ।

তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সম্পর্কিত ভাইপো হিসেবে পরিচিত সুমিত মণ্ডল ওরফে বুলেট । গত লোকসভা নির্বাচনে এরাজ্যে ফল ভাল করে বিজেপি । তারপরেই বোলপুর রেলময়দানের একটি সভায় তৎকালীন বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন সুমিত মণ্ডল । নিজ গড়ে অনুব্রত মণ্ডলের ভাইপোর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে নানা জল্পনা শুরু হয় রাজ্য রাজনীতিতে ।

আরও পড়ুন,Anubrata Mandal : বিশ্বভারতীর মূর্খ উপাচার্যের পাগলামি ছাড়িয়ে দেব, বেলাগাম অনুব্রত

এদিন সেই সম্পর্কিত ভাইপো ফের তৃণমূলে যোগ দিলেন । বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷ মন্ত্রী বলেন, "ভুলবশত বিজেপিতে চলে গিয়েছিল । ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে । আমরা তাঁকে স্বাগত জানিয়েছি ।"

ফের তৃণমূলে ফিরে কী বললেন সুমিত মণ্ডল, শুনে নিন...

যোগ দেওয়ার পর সুমিত মণ্ডল বলেন, "অন্য দলে যাওয়ায় ঘরের মধ্যে একটা সম্পর্কে ফাটল তৈরি হয়েছিল । তাই ব্যক্তিগত কারণেই ফিরে আসা । আমি স্বেচ্ছায় তৃণমূলে এসেছি ।"

Last Updated : Aug 28, 2021, 9:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details